HomeSports Newsবিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতের হারে উল্লাস, পাকিস্তানের হয়ে স্লোগান,কী হল জম্মু-কাশ্মীরের সাত...

বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতের হারে উল্লাস, পাকিস্তানের হয়ে স্লোগান,কী হল জম্মু-কাশ্মীরের সাত ছাত্রের

- Advertisement -

মহানগর ডেস্ক: ভারত হারলে সব ভারতবাসীই মুষড়ে পড়েন। এটাই স্বাভাবিক। বরাবরই তাই হয়ে এসেছে। দুঃখে একজন আত্মঘাতী হন। সারা দেশে রীতিমতো দুঃখের আবহ। কিন্তু তার উল্টো ছবিই যদি বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে পর দেখা যায়, সেটা কেউই মেনে নিতে পারেননি। এবারের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টে দশে দশ করার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল দেশের কোটি কোটি ক্রিকেটমোদীর। ফাইনালে অসিদের দাপটে অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ খোওয়াতে হয় ভারতকে। দেশের পরাজয়ে সারা দেশের মানুষ মুষড়়ে পড়েছিল, তখন পুরো উল্টোছবি দেখা গিয়েছে জম্মু-কাশ্মীরে।

ভারতের হারে উল্লাসে ফেটে পড়েছিল সাতজন বিশ্ববিদ্যালয়ের অতি উৎসাহী সমর্থক। শুধু ভারতের হারে উল্লাসই নয়, পাকিস্তানের হয়ে স্লোগানও দেয় তারা। এই ঘটনায় অভিযুক্ত সাতজনকে কড়া আইনের অধীনে গ্রেফতার করেছে পুলিশ। শের-এ-কাশ্মীর এগ্রিকালচারাল ইউনিভার্সিটির ধৃত ছাত্রদের বিরুদ্ধে ইউপিএ আইনের ধারা প্রয়োগ করা হয়েছে। ইউনিভার্সিটির এক ছাত্রের অভিযোগক্রমে মামলা দায়ের করে পুলিশ।

অভিযোগে ওই ছাত্রটি জানায় ধৃতরা স্থানীয় নয় এমন ছাত্রদের হুমকি দেয় এবং পাকিস্তানপন্থী স্লোগান দেয়। ধৃতদের বিরুদ্ধে হোস্টলে সুহামা ক্যাম্পাসে ভারতের পরাজয়ে উৎসব করার অভিযোগ আনা হয়েছে। গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ক্রিকেট কাপের ফাইনালে ভারতকে ছ উইকেটে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া।

 

Most Popular