মহানগর স্পোর্টস ডেস্ক: টানা 12 ম্যাচে জয় ছিনিয়ে প্রথমে কলম্বিয়ার কাছে পরাজয়ের স্বাদ গ্রহন করে পরবর্তী ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। তবে সেই ম্যাচেও নিজেদের জাদু দেখাতে পারেননি লিওনেল মেসিরা। তবে কথায় আছে, খেলায় হার-জিত থাকে। আর সেই মন্ত্রকে সঙ্গী করে টানা দুবারের হতাশা কাটিয়ে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার নিজেদের ঘরের মাঠে বলিভিয়াকে 6-0 ব্যবধানে হারিয়ে পুরনো ছন্দে ফিরে এসেছেন জুলিয়ান আলভারেজরা। সেই সঙ্গে বলিভিয়ার ছেলেদের গোলের মালা পরিয়ে হ্যাটট্রিক করেছেন মেসি।
বুধবার ভোরে চেনা ময়দানে বলিভিয়ার বিরুদ্ধে আক্রমণ শানাতে নামে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। শুরু থেকেই বিপরীত পক্ষকে এক প্রকার দাবিয়ে রেখেছিল মেসিরা। বল বেশির ভাব সময়েই ঘোরাফেরা করছিল তাদের পায়েই। কোচ লিওনেল স্কালোনির কৌশল যেন প্রথম থেকেই চমক দিচ্ছিল বলিভিয়াকে। গোটা ম্যাচে পর পর 3 বার জালে বল ঢুকিয়ে হ্যাটট্রিক করেন মেসি। একই সঙ্গে আরও 2 গোল পেয়েছেন আত্মবিশ্বাসী দুই স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ। শেষ গোল করে বোর্ডে সংখ্যা বাড়িয়েছেন আলভারেজের সাবস্টিটিউট থিয়াগো আলমাদা।
প্রথম দুই ম্যাচের হারের যন্ত্রণা বুকে নিয়ে শেষ ম্যাচে 6 গোল করে বলিভিয়াকে নাকানি চুবানি খাইয়েছে আর্জেন্টিনা। যার দরুণ আসন্ন ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলে নিজেদের খুঁটি শক্ত করল দল। যদিও বলিভিয়ার বিরুদ্ধে জয়ের একটা বড় অংশ যায় কোচ লিওনেল স্কালোনির দিকেই। কারণ যথেষ্ট বিচক্ষণতার সাথে টিম পরিচালনা করেছেন তিনি। বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার রক্ষনভাগ সামলাচ্ছিলেন ক্রিশ্চিয়ান মেদিনা ও নিকোলাস তালিয়াফিকো।
অন্যদিকে গত ম্যাচে অদলবদল করে খেললেও বুধবার একসঙ্গে নামানো হয়েছিল মার্তিনেজ এবং হুলিয়ান এই দুই ধুরন্ধর স্ট্রাইকারকে। আর তাতেই এসেছে জোড়া সাফল্য। যদিও ডান প্রান্ত থেকে লিড দেওয়া মেসিই 19 মিনিটে প্রথম গোল করেন। তবে সেখানেও তাকে সঙ্গ দিয়েছিলেন মার্তিনেজ। এরপর খেলা যত গড়ায় বলিভিয়ার ছেলেদের ওপর চাপ বাড়াতে থাকে আর্জেন্টিনা বাহিনী। শেষ পর্যন্ত 6 গোল খাইয়ে নিজেদের অবস্থান অক্ষুণ্ন রেখেছে আর্জেন্টিনা। যেখানে শূন্যতেই মাঠ ছাড়তে হয়েছে প্রতিপক্ষকে।