বিক্রম ব্যানার্জী: দল থেকে বাদ পড়েছিলেন আগেই সেই সাথে বোর্ডের সিদ্ধান্তে অধিনায়ক পদও হারিয়েছিলেন বাবর আজম। তবে তার সান্নিধ্য ছাড়াই ইংল্যান্ডের বিরুদ্ধে 2024 মুলতান সিরিজের দ্বিতীয় টেস্ট 152 রানের বিরাট ব্যবধানে জিতেছে পাকিস্তান। পাশাপাশি বহু পুরনো জয়ের স্মৃতি ফিরিয়ে দলকে নতুন ছন্দ দ্বান করেছেন বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদ। আর তাতেই দলে না থেকেও চরম আনন্দিত বাবর। উচ্ছ্বাস প্রকাশ করে সোশ্যাল হ্যান্ডেলে পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়কের পোস্টও নজর কেড়েছে সকলের।
দল থেকে বাদ পড়েও জয়ে চরম আনন্দিত বাবর
বিগত টেস্ট সিরিজে পদ্মা পাড়ের দল বাংলাদেশের কাছে পরাস্ত হয়ে চরম লজ্জায় পড়েছিল পাকিস্তান। দলের এমন পরিস্থিতি আগে সেভাবে কখনও চাক্ষুষ করতে হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। কাজেই ভবিষ্যতের পথ মসৃণ করতে ইংল্যান্ড সিরিজের আগে বাবর-শাহিন-নাসিমদের দল থেকে ছেঁটে ফেলে জয়ের আশায় বুক বেঁধেছিল সেদেশের ক্রিকেট বোর্ড। 152 রানের বড় ব্যবধানে জিতে সেই আশাও পূরণ হয়েছে পাকিস্তানের। তবে শান মাসুদের নেতৃত্বে ইংল্যান্ডের খেলোয়াড়দের ওপর চাপ বাড়ানো পাকিস্তানকে কিন্তু 2021 এ আফ্রিকার বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন বাবর।
যদিও 95 রানের ব্যবধানে সেই জয়ের মুহূর্ত প্রায় সাড়ে 3 বছর পেরিয়ে ফিকে হয়ে আসছিল। ইংল্যান্ডকে হারিয়ে সেই স্মৃতিতে একপ্রকার রঙ করে দিয়েছে শান মাসুদ বাহিনী। তবে দলের জয়ে উপস্থিত না থাকলেও সমাজ মাধ্যমে দেশের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৎকালীন অধিনায়ক বাবর আজম। নিজের X হ্যান্ডেল থেকে পাকিস্তানের জয় প্রসঙ্গে বাবর লেখেন, ওয়েল ডান, দুর্দান্ত জয়! খেলোয়াড়দের প্রচেষ্টা এবং স্পিরিটের জন্য তিনি গর্বিত।
প্রসঙ্গত, ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ শুরুর আগে দলের গুরুত্বপূর্ণ সময়ে বাবর আজমকে অধিনায়ক পদ থেকে সরানোর সিদ্ধান্তে যথেষ্ট সমালোচিত হয়েছিল পিসিবি। সেই সঙ্গে, দলের ভবিষ্যত নিয়েও প্রশ্ন উঠেছিল বহুবার। তবে বিদেশীদের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে সেই প্রশ্ন একেবারে উড়িয়ে দিয়েছেন শান মাসুদরা। একই সঙ্গে, বাবর-শাহিনদের বদলি হিসেবে মাঠে আসা খেলোয়াড় কামরান গোলামের সেঞ্চুরি ও সাজিদ খানের কব্জির জোর জানান দিয়েছে পাকিস্তানের হয়ে নিজেদের অবস্থান।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে যোগ্য জবাব বিরাট-সরফরাজের, তৃতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া!