Home Sports News IND vs AFG: ডাবল সুপার ওভারের খেলায় নায়ক রোহিত- বিষ্ণোই

IND vs AFG: ডাবল সুপার ওভারের খেলায় নায়ক রোহিত- বিষ্ণোই

by Ritika Chakraborty
179 views

স্পোর্টস ডেস্ক: বেঙ্গালুরুতে ভারত আফগানিস্তানের (IND vs AFG) মধ্যে তৃতীয় টি -২০ ম্যাচটি দর্শকদের বিনোদনের একটি দুর্দান্ত উদাহরণ হয়ে থাকল। শর্ট বাউন্ডারি সম্পন্ন এই মাঠে চার ও ছক্কার বৃষ্টি দেখা গিয়েছে এবং এই পিচ ব্যাটিংয়ের জন্য উপযোগী। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান শেষ ওভার পর্যন্ত একই স্কোর করে এবং ম্যাচ টাই হয়ে যায়। গুলবাদিন ২৩ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন।

এরপরই মাঠে ভরপুর রোমাঞ্চ শুরু হয়। সুপার ওভারে ১৬ রান করে আফগানিস্তান (IND vs AFG)। জবাবে ভারতও ১৬ রান করে। এরপর আবার সুপার ওভার হয়েছে। এবার দুই ভারতীয় ব্যাটারই আউট হয়েছেন ১১ রানে। আফগানিস্তানের দরকার ছিল ১২ রান। ওভার দেওয়া হয় রবি বিষ্ণোইকে। তিনি আফগানিস্তানের দুই ব্যাটারকেই আউট করেন। বাউন্ডারিতে রিংকু সিংয়ের হাতে ক্যাচ পরে এবং ভারত রোমাঞ্চকর এই ম্যাচ জিতে যায়। ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া।

এটা ছিল দর্শকদের জন্য ভরপুর বিনোদনের ম্যাচ, এই ম্যাচটি বছরের পর বছর মনে থাকবে, যখনই আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সুপার ওভারের কথা উঠবে, এই ম্যাচটির কথাই সবার আগে আসবে। প্রথম সুপার ওভারে আফগানিস্তান ১৬ রান করে, ভারতও একই সংখ্যক রান করে, এর পরে দ্বিতীয় সুপার ওভার হয় এবং ভারত ১১ রান করে, তখন আফগানিস্তানের দুই ব্যাটারই এক রান করে আউট হয়। এটি ছিল আন্তর্জাতিক টি -২০ ইতিহাসে প্রথম ডাবল সুপার ওভারের ম্যাচ। গুরবাজ লং-অফে ক্যাচ দেন বিষ্ণোইয়ের বলে। ভারত প্রথম বলেই উইকেট পায়, নবী লংঅফে রিংকুর হাতে ক্যাচ নেন, আফগানিস্তান রানের খাতা না খুলেই উইকেট হারান। রোহিত শর্মা সুপার ওভারে বোলিংয়ের দায়িত্ব দিয়েছিলেন রবি বিষ্ণোইকে। যা তিনি দায়িত্বশীল ভাবে পালন করেছেন। এর আগে সুপার ওভারে এসেছিলেন মুকেশ কুমার।

গুলবাদিন নায়াব ২৩ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচটিকে টাইয়ে এনেছেন তিনি, তার ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ৪টি ছক্কা। শেষ ওভারে জিততে আফগানিস্তানের দরকার ১৯ রান, গুলবাদিন স্ট্রাইক নেবেন, কঠিন কিন্তু অসম্ভব নয়। শেষ বলে ৩ রান দরকার ছিল কিন্তু মাত্র ২ রান হয় এবং ম্যাচ টাই হয়। আফগানিস্তানের কাছে ইতিহাস গড়ার সুযোগ ছিল কিন্তু তারা এক রানে পিছিয়ে পড়ে এবং ম্যাচ সুপার ওভারে চলে যায়।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved