বিক্রম ব্যানার্জী: বেঙ্গালুরুর মাটিতে গতকাল দলকে 70 রান জুগিয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট। তবে যার বলে আউট হলেন সেই অজাজ পটেলকেই লং অফ দিয়ে ছক্কা দেখিয়ে দেশের হয়ে নয়া রেকর্ড গড়লেন কোহলি। বিরাটের জোরালো ছয় এবং সেই সাথেই 147 বছরের দীর্ঘ টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ছয় হাঁকিয়ে রেকর্ড গড়া ইংল্যান্ডকে ভারতের পিছনে ফেলে দেওয়া, সবটাই হয়েছে শুক্রবারের ম্যাচে। এখনও পর্যন্ত টেস্ট তালিকায় 102 টি ছয় মেরে 6 সেঞ্চুরির সুনিশ্চিত করল ভারতীয় ক্রিকেট দল।
ইংল্যান্ডকে পিছনে ফেলে নয়া রেকর্ড ভারতের
2021 সালে ভারতের মাটিতে দাঁড়িয়ে ইংল্যান্ডের 87 ছক্কার রেকর্ড টেস্ট ইতিহাসে সর্বোচ্চ স্থান পেয়েছিল। তবে সেসব এখন অতীত। চলতি বছর নিউজিল্যান্ড টেস্টের তৃতীয় দিনেই ছক্কা হাঁকানোর দৌড়ে 100 ছাড়িয়ে গেল ভারত। যদিও বিগত বাংলাদেশ টেস্ট সিরিজেই ইংল্যান্ডের রেকর্ড নিজের হাতে ভেঙে ছিল রোহিতরা। এবার সেই রেকর্ডে নয়া পালক জুড়লো কিং কোহলির ছয়। চলতি বছরে ছয় মারার নিরিখে ভারতের সামনে টিকতে পারেনি কোনও দলই।
এক বছরের টেস্টে ছয়ের সংখ্যায় এগিয়ে ভারত
চলতি বছর সর্বোচ্চ ছয় মারার নিরিখে ভারতের ক্রিকেটারদের টিকিটিও ধরতে পারিনি বিদেশীরা। অন্যদিকে এখনও পর্যন্ত 13 টেস্ট ম্যাচে 68 ছক্কা নিয়ে দৌড়াচ্ছে ইংল্যান্ড। যদিও 2022 সালের রেকর্ড অনুযায়ী টেস্ট ইতিহাসে 89টি ছয় মেরে দ্বিতীয় স্থানে তারা। একইভাবে 7 ম্যাচে 63 ছক্কা হাঁকিয়েছে নিউজিল্যান্ড। যদিও সর্বোচ্চ রেকর্ড তালিকায় 81 টি ছয় রয়েছে তাদের। এছাড়াও শ্রীলংকা 8 ম্যাচে 45, পাকিস্তান 5 ম্যাচ খেলে 33, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ যথাক্রমে 7 ও 6 ম্যাচে 28 এবং 25টি ছয়ে আটকে রয়েছে। একইভাবে অস্ট্রেলিয়া 21, দক্ষিণ আফ্রিকা 19 এবং আফগানিস্তান ও আয়ারল্যান্ড 5 আর 2 তেই নিজেদের থামিয়েছে।
প্রসঙ্গত, টেস্ট ইতিহাসে এক বছরের সর্বোচ্চ ছয়ের তালিকায় চোখ রাখলে প্রথমেই 102টি ছয় নিয়ে নজরে আসবে ভারতের নাম। এরপর 89 টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয়তে ইংল্যান্ড, 2021 সালের রেকর্ড অনুযায়ী 87 টি ছয়ের জোরে তৃতীয়তে আবারও ভারতের নাম। তবে প্রথম পাঁচের তালিকায় শেষের দুই কলামে রয়েছে নিউজিল্যান্ড। দেশটির ছয়ের সংখ্যা যথাক্রমে 81 এবং 71। তবে টেস্ট ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ছয় মেরে তালিকার শীর্ষে থাকলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তালিকার শুরুতে জায়গা হয়নি ভারতের। ওয়ানডে ইতিহাসে গোটা বছরে সর্বোচ্চ ছয় মেরে প্রথম স্থানে রয়েছে কানাডা। 15 ম্যাচে তাদের ছয়ের সংখ্যা 70। অন্যদিকে টি-টোয়েন্টিতে এক বছরের ইতিহাসে 19 ম্যাচে 186 টি ছক্কা হাঁকিয়ে প্রথমে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে 20 ওভারের 22 ম্যাচ খেলে 184 ছয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের থেকে মাত্র 2 সংখ্যা পিছিয়ে থাকা ভারতের স্থান দ্বিতীয়তে।
আরও পড়ুন: মিশরের গ্রেট পিরামিডে উঠে পড়ল এক কুকুর, নেপথ্যে কোন কারণ?