বিক্রম ব্যানার্জী: বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে 46 রানে 10 উইকেট খুঁইয়ে ছিল ভারত। তবে সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তৃতীয় এবং চতুর্থ দিনে সরফরাজদের লড়াইটাও দেখেছে বিদেশী খেলোয়াড়রা। তবে রবিবারের সকালটা যেন সবটাই মূল্যহীন করে দিল। বেঙ্গালুরুর মাটিতে পঞ্চম দিনে ভারতের তৈরি 107 রানের লক্ষ্য সহজেই পূরণ করে ফেললেন ডেভন কনওয়েরা। সেই সাথে, দীর্ঘ 36 বছর পর ঘরের মাঠে পরাজয় দেখল ভারত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাগ্য ফেরাতে পারল না ভারত
নিউজিল্যান্ড বাহিনীর বিরুদ্ধে প্রথম দিনের ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ায় দ্বিতীয় দিনে বড় রানের লক্ষ্য স্থির করে মাঠে নামা রোহিতরা 46 এই অলআউট হয়ে গেলে পাহাড় প্রমাণ রানের মাইল ফলক ছুঁয়ে ফেলে টম ল্যাথাম ব্রিগেড। তবে সেই দীর্ঘ 400 রানের গণ্ডি পার করতে ভারতের খুব একটা সময় লাগেনি। চতুর্থ দিনে সরফরাজের দুরন্ত 150 এবং গত ম্যাচে চোট পাওয়া ঋষভ পন্থের 99 রানের রথে নিউজিল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে যায় ভারত। তবে বাকিদের ব্যর্থতার কারণে নিউজিল্যান্ডের লক্ষ্য খুবই কম ছিল।
শনিবার বৃষ্টির কারণে সেই লক্ষ্য পূরণ না হওয়ায় রবিবার আটঘাট বেঁধে মাঠে নামে কিউইরা। তবে বুমরার কব্জির জোর টম লাথামকে শূন্যতে মাঠ ছাড়তে বাধ্য করে। অধিনায়ক ফিরে গেলে দলের দায়িত্ব গিয়ে পড়ে ডেভন কনওয়ে ও উইল ইয়ংয়ের ওপর। যদিও কয়েক মুহূর্তের মধ্যে সেই অংশীদারিত্ব ভেঙে প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন বুমরা।
তবে 17 রানে ডেভন কনওয়েকে ফিরতি পথ করলেও নিউজিল্যান্ডের হয়ে জুটি বাঁধা রাচিন রবীন্দ্র ও উইল উইংয়কে মাঠ ছাড়া করতে পারেননি ভারতের একজন বোলারও। ফলত কুলদীপ, অশ্বিনদের অসফলতাই নিউজিল্যান্ড বাহিনীকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। দুই তরুণ ব্যাটারের কাঁধে চেপে ভারতকে 8 উইকেটে হারায় নিউজিল্যান্ড। সেই সাথে, উইকেট বুঝতে না পারার মাসুলও গুনতে হয় রোহিতদের।
আরও পড়ুন: Lava Agni 3: কেনার আগে দেখে নিন স্মার্টফোনটির ভাল-খারাপ উভয় দিক