মহানগর স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ টেস্ট সিরিজের স্মৃতি উসকে দিল নিউজিল্যান্ড বনাম ভারতের প্রথম দিনের টেস্ট বাতিলের ঘোষণা। বেঙ্গালুরুতে অবিরাম বৃষ্টির কারণে গতকালই ভেস্তে গিয়েছিল রোহিত ব্রিগেডের অনুশীলন। আশঙ্কা ছিল বৃষ্টির আগমনে প্রথম দিনের টেস্ট বাতিল হওয়ার। আর তাই হল। খারাপ আবহাওয়া ও তুমুল বৃষ্টির জেরে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম দিনের টেস্ট বাতিল করল বিসিসিআই। তবে আগামীকাল দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে 15 মিনিট আগে।
বৃষ্টির জেরে ম্যাচ বাতিল হওয়ায় নিরাশ দুই দলের খেলোয়াড়রা
বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে নিউজিল্যান্ড টেস্ট সিরিজ জয়ের আশায় বুক বেঁধেছিল ভারত। সেই মতো নিজেদের অস্ত্রেও শান দিয়েছিলেন রোহিত বাহিনী। অন্যদিকে শ্রীলঙ্কা টেস্ট সফরের পর ভারতকে হারাতে মরিয়া হয়ে ওঠা টম ল্যাথামরা চেয়েছিল প্রথম দিনেই বিরাটদের চাপে রাখতে। তবে দুই দলের আশাতেই জল ঢেলেছে বৃষ্টি। লাগাতার কয়েকদিন ধরে মুখ ভার করে রয়েছে বেঙ্গালুরুর আবহাওয়া। বৃষ্টিও হচ্ছে মুষলধারে। ফলত দুই দেশের টেস্ট সিরিজের প্রধান মঞ্চেও তার আগমন একে বারেই মেনে নিতে পারছেন না দুই দলের কেউই।
প্রথম ম্যাচেই নজরে ছিলেন বিরাট-রোহিত
পদ্মা পাড়ের দল বাংলাদেশ টাইগারদের বিরুদ্ধে জয় হাসিল করলেও ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি ভারতের আত্মবিশ্বাসী ব্যটার বিরাট কোহলি। শান্তদের বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজে বিরাটের ব্যাটে একটিও হাফ সেঞ্চুরি দেখেনি দর্শক। যদিও এর জন্য যথেষ্ট সমালোচিত হয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। অন্যদিকে দলের অধিনায়ক রোহিত শর্মাও গত বাংলাদেশ টেস্টে তেমন একটা জায়গা করে উঠতে পারেননি। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই দুই খেলোয়াড়ের জ্বলে ওঠার দৃশ্য দেখতে মুখিয়ে ছিল দর্শক। তবে বৃষ্টির কারণে প্রথম দিন সেই সুযোগ হয়নি। বাকি আরও 4 দিনের ম্যাচ। সেখানে বিরাট এবং রোহিত দুজনকেই ভাল ফর্মে দেখতে চাইবেন সকলেই।
আরও পড়ুন: শীঘ্রই বাজারে আসছে Realme GT 7 Pro স্মার্টফোন, কেনার আগে দেখে নিন
এক নজরে দেখে নিন দুই দেশের সম্ভাব্য একাদশ-
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ এবং মহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লানডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস,মিচেল স্যান্টনার, আজাজ প্যাটেল, টিম সাউদি এবং উইলিয়াম ও’রুরকি।