বিক্রম ব্যানার্জী: নেইমারের ম্যাচে ফেরার কথা আগেই জানিয়েছিলেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। সোমবার আল আইনের বিরুদ্ধে আক্রমণ শানাবে হিলালের ছেলেরা আর সেই ম্যাচেই ব্রাজিলিয়ান ফুটবলারের উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন কোচ জেসুস। তবে বল পায়ে ভক্তরা তাকে সেই ম্যাচে দেখতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট ধোঁয়াসা ছিল। যদিও সূত্রের খবর, 21 তারিখের ম্যাচের উদ্দেশ্য রওনা দিয়েছেন নেইমার। ভিডিও বার্তায় সমাজ মাধ্যমে সে কথা আগেই জানিয়েছিলেন ফুটবল তারকা। তবে ভাইরাল আরেকটি ভিডিও ঘুম কেড়েছে ভক্তদের। যেখানে নেইমারকে কাঁদতে দেখেছেন ফ্যানেরা। কিন্তু কেন কাঁদছেন এই ফুটবল তারকা?
ভিডিও বার্তায় কেঁদে ভাসালেন নেইমার
উরুগুয়ের ম্যাচে গুরুতর চোটের পর দীর্ঘদিন মাঠে ফেরা হয়নি নেইমারের। এদিকে খেলোয়াড়ের আশায় হা-পিত্যেশ করে বসে আছেন ভক্তরা। তবে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই। কোচ জেসুসের পর ভিডিও বার্তায় নিজের কামব্যাক প্রসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলার জানান, তিনি খেলার জন্য প্রস্তুত। ভক্তরা যে তার মাঠে ফেরা নিয়ে উদ্বিগ্ন এ কথা তিনি জানেন। সেই সঙ্গে তিনিও খেলার জন্য মুখিয়ে রয়েছেন। 21 তারিখ ফিরছেন তিনি। সমাজ মাধ্যমে খেলোয়াড়ের এই পোস্টের পর ফের আরও একটি ভিডিও পোস্ট এসেছে তার তরফে।
তবে এই ভিডিওটিতে ফুটবলের প্রতি তার ভালবাসা এবং দীর্ঘদিন তা থেকে বিচ্ছেদ সম্পর্কে বলতে বলতেই চোখের জল আটকে রাখতে পারেননি নেইমার। প্রিয় ফুটবল সম্পর্কে বলতে বলতেই কেঁদে ফেলেন ফুটবল তারকা। চোখ মুছতে মুছতে নেইমার বলেন, তার জীবনের সবচেয়ে বড় জায়গা জুড়ে রয়েছে ফুটবল। ফুটবল ছাড়া আর কিছুই ভাবতে পারেন না তিনি। নিজের গোটা জীবনে সবথেকে বেশি যেই জিনিসটাকে ভালবেসেছেন সেটা হল ফুটবল। তবে চোটের কারণে খেলা থেকে দূরে থাকা তাকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিচ্ছিল। মাঠ ছেড়ে হাসপাতালের দিনগুলো একেবারেই ভাল কাটেনি তার। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ। সেই সুবাদেই ময়দানে নেইমারের দুরন্ত গোলও দেখার সৌভাগ্য হবে ভক্তদের। এখন অপেক্ষা শুধু সময়ের।
🎙️💔 Neymar Jr — thing I love most in life is playing football, I suffer with everyday that passes and I’m off the field, this is what hurts me most. pic.twitter.com/Pv4mXYoeua
— 10 (@neymarxe) October 19, 2024
আরও পড়ুন: 246 ফুটের কাবাব বানালেন একদল রাঁধুনি, সার্ভ করতে এলেন 30 জন