HomeSports Newsচোট কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার! বিশ্বকাপ খেলবেন?

চোট কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার! বিশ্বকাপ খেলবেন?

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: গত বছর বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে চোট পেয়েছিলেন নেইমার। বাঁ হাঁটুতে গুরুতর চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। আর সেবারেই উরুগুয়ের কাছে 2-0 ব্যবধানে পরাস্ত হয়েছিল ব্রাজিল। সেই সাথে, টানা এক বছর মাঠে ফেরা হয়নি বিশ্ব চ্যাম্পিয়ন দলটির অন্যতম স্ট্রাইকারের। তবে খেলোয়াড়ের মাঠে না ফেরার এক বছর পূর্ণ হতে না হতেই এল সুখবর। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বল পায়ে মাঠ দখল করবেন নেইমার। 

মাঠে ফিরছেন নেইমার?

চোট কাটিয়ে খেলোয়াড়ের মাঠে ফেরার প্রসঙ্গে নেইমারের ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুস জানান, আগামী সোমবার আল আইনের বিরুদ্ধে এফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলবে আল হিলাল। আর সেই ম্যাচেই দেখা যেতে পারে নেইমারকে। তবে এদিন হিলালের হয়ে তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণ শনাবেন কিনা অর্থাৎ ফুটবল তারকার খেলার প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই জানাননি কোচ জেসুস। তবে দর্শক হিসেবে এদিন মাঠে থাকতে পারেন নেইমার। হিলাল কোচের আরও সংযোজন, টানা চিকিৎসায় চোট কাটিয়ে এখন প্রায় সুস্থ ব্রাজিলিয়ান ফুটবল তারকা। সব ঠিকঠাক থাকলে পরবর্তী ম্যাচগুলিতে দলকে সঙ্গ দিতে পারেন তিনি।

বর্তমানে নেইমারহীন ব্রাজিল

ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচে 43 মিনিটের মাথায় চোট পেয়েছিলেন নেইমার। বাঁ হাঁটুতে গুরুতর চোটের কারণে স্ট্রেচারে শুয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন এই ফুটবল তারকা। চোটের সাথে সাথে মানসিক ভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। এদিকে বিশ্বস্ত স্ট্রাইকারকে হারিয়ে চলতি বছরে বিপরীত পক্ষের মুখোমুখি হতে হয়েছে ব্রাজিলকে। এখনও পর্যন্ত নেইমারের অনুপস্থিতিতে 14 টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে 3 বার হেরে 5 টি ড্র ও 6 বার জয়ের মুখ দেখেছিল দলটি। হলুদ জার্সিতে ধুরন্ধর স্ট্রাইকারের অভাব যে বোধ করছিল দল তা, বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে বোঝা গিয়েছে। কারণ পরিসংখ্যান বলছে, নেইমার মাঠে থাকতে ব্রাজিলের সাফল্যের হার 78.6 শতাংশ। যেখানে তাকে ছাড়া 63.9 শতাংশ জয় হাসিল করেছে ব্রাজিল। 

প্রসঙ্গত, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে আসন্ন 2026 ফিফা বিশ্বকাপ। ওয়ার্ল্ড কাপের প্রধান মঞ্চে যোগ দিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বিশ্বের বিভিন্ন ফুটবল দলগুলি। সেই তালিকায় নাম রয়েছে ব্রাজিলেরও। সদ্য শেষ হওয়া পেরুর ম্যাচে বিপরীত পক্ষকে 4-0 তে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের জায়গা পোক্ত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে জয় পেয়েও দলটির রক্ষণভাগ যেন বারংবার নেইমারের কথাই মনে করিয়ে দিচ্ছিল। কাজেই হলুদ জার্সিতে দাপটের সাথে ছুটে বেড়ানো 31 বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার মাঠে ফিরলে আর কারও লাভ হোক না হোক আখেরে উপকৃত হবে ব্রাজিল। 

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ভারত! জাতিসংঘের গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Most Popular