মহানগর ডেস্ক: চলতি বছরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট মরশুমে ব্যাট হাতে তেমন একটা জ্বলে উঠতে দেখা যায়নি কোহলিকে। এখনও পর্যন্ত 3 টি টেস্ট ম্যাচ খেলে টাইগারদের নিজের অবস্থান বোঝাতে পারেনি এই ভারতীয় ক্রিকেটার। ফলত আসন্ন 5 ম্যাচের বর্ডার-গাভাস্কার সিরিজ এবং তার আগে 16 অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 দিনের টেস্ট সব মিলিয়ে বিরাটের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে দল। যদিও সেই ভাবনাকে একেবারেই আমলে নিচ্ছেন না কোচ গম্ভীর। বিরাট প্রসঙ্গে তার বক্তব্য একদম পরিষ্কার।
গত টেস্ট এবং 3 দিনের 20 ওভারে ভারত বাংলাদেশকে দুরমুশ করলেও বিরাটের ব্যাটে ঝড় দেখেনি শান্তরা। টি টোয়েন্টিতে না খেললেও টেস্ট সিরিজে নিজেকে তুলে ধরতে পারেননি কিং কোহলি। এরই মধ্যে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে বুধবারের নিউজিল্যান্ড টেস্ট। কাজেই নিউজিল্যান্ডের লড়াকুদের সামনে বিরাটের ব্যাট কতটা কাজে আসবে সেদিকেই তাকিয়ে ভারতীয় দল। তবে বিরাটের খারাপ ফর্ম নিয়ে একটুও চিন্তিত নন কোচ গৌতম গম্ভীর। বিরাট কোহলিকে নিয়ে তার ভাবনা একেবারে সাধাসিধে।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর জানান, “বিরাটকে নিয়ে তার চিন্তাভাবনা সব সময়েই খুব পরিষ্কার। তিনি একজন বড় মাপের খেলোয়াড়। কাজেই রান করার খিদে রয়েছে তার। আর এই খিদেই তাকে বিশ্বমানের খেলোয়াড় বানিয়েছে। এরপরই কোহলির সম্পর্কে বলতে গিয়ে তিনি ভারতীয় ক্রিকেটার অভিষেকের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, অভিষেকের যেমন রান করার তাগিদ রয়েছে ঠিক তেমনই কোহলিও সব সময়েই চান কীভাবে দলের হয়ে রান বানানো যায়।
আরও পড়ুন: রাকুনের অত্যাচারে বাড়ি ছেড়ে অন্যত্র পালালেন এক মহিলা
গম্ভীরের আরও সংযোজন, প্রতিদিন সবাই ফর্মে থাকেন না। তাই এই আশা না করাই ভাল। ম্যাচ শেষে একজন খেলোয়াড় ভাল রান নাই পেতে পারেন, তার জন্য প্রত্যেক ম্যাচ শেষে বিচার করাটা ঠিক নয়। বিরাট কোহলির রান করার প্রবল তাগিদ রয়েছে আর এই চেষ্টাই তাকে এগিয়ে নিয়ে যাবে। গম্ভীর প্রবল আশাবাদী যে, আগামী নিউজিল্যান্ড টেস্ট সহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন গাভাস্কার ট্রফিতেও ভাল ছন্দে থাকবেন কিং কোহলি।”