HomeSports News2025 চ্যাম্পিয়নস ট্রফিতে যোগ দিতে ভারতকে অভিনব প্রস্তাব পাকিস্তানের

2025 চ্যাম্পিয়নস ট্রফিতে যোগ দিতে ভারতকে অভিনব প্রস্তাব পাকিস্তানের

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: আইসিসি 2025 চ্যাম্পিয়নস ট্রফির রণক্ষেত্র এবার পাকিস্তান। বিশ্বের অন্যান্য দেশগুলি সেখানে যোগ দেওয়ার জন্য ঘর গোছাচ্ছে নিজেদের। তবে এই প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ নিয়ে জল ঘোলা হয়েছে অনেকটাই। ভারতের সাথে পাকিস্তানের রাজনৈতিক হিংসার কারণে নিরাপত্তা জনিত সমস্যায় ভুগছেন খেলোয়াড়রা। ফলত সেদেশের মাটিতে পা রাখার কথা আপাতত মাথায় নেই রোহিতদের। এদিকে ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে আশায় বুক বাঁধছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এসবের মধ্যেই ভারতীয় ক্রিকেটারদের সেদেশে নিয়ে যেতে অভিনব প্রস্তাব দিল পিসিবি। 

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারতকে নতুন প্রস্তাব পাকিস্তানের 

দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে 2008 সালের পর থেকে পাকিস্তানের মাটিতে পা পড়েনি ভারতীয় ক্রিকেটারদের। তবে আসন্ন 2025 আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির জন্য পাকিস্তানকে বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। বিশ্বের বিভিন্ন ক্রিকেট দল গুলি সেখানে যাওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। তবে সেই তালিকায় নাম দেয়নি ভারত। আর তা নিয়েই যথেষ্ট চিন্তায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম থেকেই ভারতীয় খেলোয়াড়দের সে দেশে নিয়ে যাওয়ার জন্য বহু আবেদন জানানো হয়েছে বোর্ড প্রেসিডেন্ট মহসিন নকভির তরফে। এছাড়াও একাধিক বাড়তি সুবিধা দেওয়ার কথাও জানানো হয়েছিল দেশটির তরফে। তবে কোনও কিছুতেই মোম গলেনি। 

ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলবেন কিনা সেই প্রসঙ্গে কিছুই স্পষ্ট করেনি বিসিসিআই। এবার সেই মানসিক টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানের তরফে এল নয়া প্রস্তাব। সূত্রের খবর, চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলির আগে এবং পরে ভারতে থেকেই পাকিস্তানের উদ্দেশ্যে যাতায়াত করতে পারবেন ক্রিকেটাররা। সম্প্রতি ভারতের উদ্দেশ্যে এই প্রস্তাবই রাখা হয় পিসিবির তরফে। এছাড়াও, এক সংবাদ সংস্থা সূত্রে খবর, নিরাপত্তা জনিত সমস্যার কারণে ভারতের খেলোয়াড়রা যদি পাকিস্তানে থাকতে না চায় সেক্ষেত্রে লাহোর সংলগ্ন দিল্লি অথবা চণ্ডীগড়ে ক্যাম্প করে খেলা চালিয়ে যেতে পারেন তারা।  

ক্রিকেটারদের জন্য সব সময়ই খোলা থাকবে পাকিস্তানের পথ। যদিও এই প্রস্তাব অফিসিয়াল ভাবে বিসিসিআইকে জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, মূলত পরামর্শ হিসেবে ভারত থেকে পাকিস্তানে খেলোয়াড়দের যাতায়াতের সুবিধার্থে ক্যাম্পগুলি দিল্লি অথবা চণ্ডীগড়ে রাখার কথা বলা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে জানানোর পরেও ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের প্রস্তাব মেনে নিবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে। 

আরও পড়ুন: চোট কাটিয়ে মাঠে ফিরছেন নেইমার! বিশ্বকাপ খেলবেন?

Most Popular