HomeSports Newsগুরুতর চোট ঋষভ পন্থের, মাঝপথে সহায় ধ্রুব জুরেল

গুরুতর চোট ঋষভ পন্থের, মাঝপথে সহায় ধ্রুব জুরেল

- Advertisement -

মহানগর ডেস্ক: বৃষ্টির কারণে প্রথমদিনের টেস্ট ভেস্তে যাওয়ায় নির্ধারিত সময়ের 15 মিনিট আগেই মাঠে নামে রোহিত বাহিনী। তবে বাংলাদেশের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং ধোপে টেকেনি নিউজিল্যান্ডের কাছে। মাত্র 46 রানে 10 উইকেট হারিয়ে বিরতিতে যায় ভারত-নিউজিল্যান্ড। অন্যদিকে মাঠে নেমে রানের বন্যা পরিস্থিতি তৈরি করতে নিজেদের অস্ত্র কাঁধে নিচ্ছিল টম ল্যাথামরা। ব্যাট হাতে ময়দানে পা রাখেতেই স্কোর বোর্ডে রান বাড়াতে থাকে তারা। এদিন কোনও মন্ত্রই যেন কাজে আসছিল ভারতের। দলের এহেন দুঃসময়ে 36.5 ওভারে রবীন্দ্র জাদেজার বল গিয়ে জোরালো আঘাত করে উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের হাঁটুতে। চোট এতটাই তীব্র ছিল যে কিছুক্ষণের মধ্যেই মাঠ ছাড়তে হয় তাকে। মাঝপথে পন্থের জায়গা নেন ধ্রুব জুরেল। 

নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনেই চোট পেলেন ঋষভ পন্থ

টেস্টের দ্বিতীয় দিনে ভারতের পর ব্যাট করতে আসেন নিউজিল্যান্ড, তখন ম্যাচ গড়িয়েছে 36 ওভার 5 বলে। ভারতের হয়ে বল করছিলেন জাদেজা। উইকেটের পিছন থেকে তৈরি ছিলেন ঋষভ পন্থও। বল গড়াতেই তা সরাসরি গিয়ে লাগে উইকেট কিপার পন্থের ডান হাঁটুতে। বলের গতি তেমন না থাকলেও প্রচন্ড আঘাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল খেলোয়াড়কে। এরপরই যন্ত্রণা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েন ঋষভ। তড়িঘড়ি তার দিকে ছুটে যান রোহিতরা। মাঠে এসে হাজির হয় মেডিকেল টিম থেকে শুরু করে অন্যান্য স্টাফেরাও। দীর্ঘক্ষণের চেষ্টা সত্ত্বেও যন্ত্রণায় উঠে দাঁড়াতে পারছিলেন না ভারতীয় ক্রিকেটার। অবশেষে তাকে চিকিৎসার জন্য মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ঋষভ আর খেলতে পারবেন জেনে মাঝমাঠে দলকে সঙ্গ দিতে আসেন ধ্রুব জুরেল। 

প্রসঙ্গত, 2022 সালের ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় 1 বছরেরও বেশি সময় ধরে 22 গজে দেখা মেলেনি পন্থের। জীবনের সবচেয়ে কঠিন সময় কাটিয়ে ঋষভ পন্থ যে খেলতে পারবেন এই আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন ভক্তরা। তবে কথায় আছে, চেষ্টাই সাফল্যের চাবি কাঠি। আর সেই চেষ্টা প্রথম থেকেই ছিল ভারতের এই তরুণ খেলোয়াড়ের। প্রতিনিয়ত নিজেকে তৈরি করছিলেন মাটি ফেরার জন্য। অবশেষে 2024 আইপিএল মরশুমে দিল্লির হয়ে খেলতে দেখা যায় তাকে। ঋষভ পন্থের কামব্যাক সত্যিই অপ্রত্যাশিত ছিল সকলের কাছে। তবে সেই অসম্ভবও সম্ভব করে দেখিয়েছেন ঋষভ। বাংলাদেশ টেস্ট সিরিজেও ব্যাট হাতে ঝর তুলেছিল এই বাঁহাতি ব্যাটার। সমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাভাস্কার ট্রফি খেলবে ভারত আর তার আগেই নিউজিল্যান্ড টেস্টে খেলোয়াড়ের চোট পাওয়া চাপ বাড়ল ভারতীয় দলের।

আরও পড়ুন: বাড়ল ধনী-গরীব ভেদাভেদ! মূর্তি বদলে কোন ইঙ্গিত দিলেন বিচারপতি?

Most Popular