মহানগর স্পোর্টস ডেস্ক: 2024 সালের IPL মরশুমে রোহিত শর্মাকে দলের অধিনায়কের পদ থেকে সরানোর পরই মুম্বই ইন্ডিয়ান্সে খেলোয়াড়ের ভবিষ্যত নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। গত ম্যাচ গুলিতে রোহিতের আসনে বসে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরিচালনা করেছিলেন হার্দিক পান্ডিয়া। তবে তার নেতৃত্বে তেমন একটা সাফল্য আসেনি মুম্বইয়ের ঘরে। যেখানে রোহিতের হাত ধরে পর পর 5 বারের চ্যাম্পিয়ন হয়েছে ভিন রাজ্যের দলটি। কাজেই 2025 IPL মরশুমের নিলাম শুরুর আগেই দলে রোহিতের উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে।
আসন্ন IPL-এ রোহিতকে দলে রাখবে মুম্বই?
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আসরে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার স্থলাভিষিক্ত হয়ে খেলেছেন রোহিত। যদিও অধিনায়ক পদ খুঁইয়ে কোনও দিনই আপসোস ছিল না তার। তবে আসন্ন IPL মরশুমে গত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মার অবস্থান নিয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন ভক্তরা। এদিকে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে ফ্র্যাঞ্চাইজি গুলির অকশন। আগামী 31 অক্টোবরের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রিমিয়ার লিগের দল গুলিকে।
সূত্রের খবর, ফ্রাঞ্চাইজি গুলি সর্বোচ্চ 6 জন করে খেলোয়াড় ধরে রাখতে পারবে। এবার প্রশ্ন মুম্বইয়ের সেই 6 জনের তালিকায় কী থাকবে রোহিতের নাম? রোহিত শর্মা প্রসঙ্গে সেভাবে স্পষ্ট করে এখনও পর্যন্ত কিছুই জানায়নি দল। তবে আশা করা হচ্ছে, 2025 মরশুমে MI দলে রিটেইন করতে পারেন রোহিত। এছাড়াও হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ ও সূর্য কুমারদের পুণরায় খেলানো হতে পারে মুম্বই টিমে। যদিও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি 5 বারের IPL জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্স।
উল্লেখ্য, 2011 সালে মুম্বই দলে যোগদানের পর থেকেই টিমের ভিত্তিপ্রস্তর হয়ে রয়েছেন রোহিত। এখনও পর্যন্ত মুম্বইয়ের জার্সি গায়ে ব্যাট হাতে বিপরীত পক্ষকে বহুবার ঝোড়ো হাওয়া দেখিয়েছে ভারতের এই ক্রিকেটার। IPL ক্যারিয়ারে রোহিতের পারফরম্যান্স যথেষ্ট প্রশংসিত হয়েছে দর্শক মহলে। বলা বাহুল্য, মুম্বইয়ের হয়ে এখনও পর্যন্ত 5 হাজারেরও বেশি রান সংগ্রহ করেছেন রোহিত।