HomeSports Newsদিল্লি থেকে ছাঁটাই হচ্ছেন সৌরভ গাঙ্গুলী, এই দলের সাথে যুক্ত হতে পারেন!

দিল্লি থেকে ছাঁটাই হচ্ছেন সৌরভ গাঙ্গুলী, এই দলের সাথে যুক্ত হতে পারেন!

- Advertisement -

মহানগর স্পোর্টস ডেস্ক: ক্রিকেট ডিরেক্টর পদ থেকে ছাঁটাই করা হল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে। সৌরভের অপসারণের আগেই হেড কোচের পদ ছেড়েছেন রিকি পন্টিং। যদিও প্রথম থেকেই সেই পদে বসার স্বপ্ন দেখেছিলেন সৌরভ। এবার সেই আশাতেও জল ঢালল দিল্লি ক্যাপিটালস। দুই ধুরন্ধর ক্রিকেট তারকার বিকল্প হিসেবে আনা হল হেমাঙ্গ বাদানি ও ভেনুগোপাল রাওকে। সৌরভের চেয়ারে বসবেন জাতীয় প্রাক্তন খেলোয়াড় ভেনুগোপাল। অন্যদিকে দিল্লির প্রধান কোচের পদ পাচ্ছেন আরেক প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানি। তবে এসবের মধ্যেই কানে আসছে নতুন খবর। শোনা যাচ্ছে ঋষভ পন্থও নাকি দিল্লির অধিনায়ক পদ থেকে সরে যেতে পারেন। 

দিল্লি ক্যাপিটালস থেকে বাদ পড়লেন সৌরভ গাঙ্গুলী 

দিল্লি ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি সূত্রে খবর, আসন্ন 2025 আইপিএল মরশুমে দিল্লির হয়ে কোনও দায়িত্বেই থাকবেন না সৌরভ। সেই সঙ্গে প্রথমবারের মতো পুরুষদের প্রিমিয়ার লিগের দায়িত্ব হারানোর পাশাপাশি হেড কোচ হওয়ার স্বপ্নও অধরা থেকে গেল সৌরভের। যদিও মহিলা প্রিমিয়ার লিগ (WPL) ও আসন্ন আফ্রিকান টি টোয়েন্টিতে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব থাকবে সৌরভ গাঙ্গুলীর কাঁধে। 

দিল্লির অধিনায়ক পদ ছাড়তে পারেন ঋষভ পন্থ!

সম্প্রতি ভারতীয় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুঙ্গে উঠেছিল জল্পনা। দিল্লি দলের অধিনায়কের বিস্মিত পোস্ট দেখে প্রশ্ন উঠেছিল তাহলে কি আর দিল্লির হয়ে খেলবেন না তিনি? যদিও সমাজ মাধ্যমে তেমন কোনোও স্পষ্ট ইঙ্গিত দেননি দিল্লির রিটেনশন তালিকার শীর্ষে থাকা এই খেলোয়াড়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি ক্ষুদ্র পোস্টে পন্থ লেখেন, যদি নিলামে উঠতে হয় তাহলে বিক্রি হতে পারবো না অবিক্রিত থাকবো। কিন্তু বিক্রি হলে কততে হব? খেলোয়াড়ের এই মন্তব্যকে কেন্দ্র করেই দিল্লি ক্যাপিটালসের সাথে তার ফাটল তৈরি করেন ভক্তরা। তবে আসন্ন আইপিএলে দিল্লির হয়ে খেলবেন কিনা তা বলে দেবে সময়। 

প্রসঙ্গত, 2025 আইপিএল মরশুমের নিলাম পর্ব শুরু হবে আর কিছুদিনের মধ্যে। তার আগেই ঘর গোছাতে ব্যস্ত ভারতের ক্রিকেট দলগুলি। তবে এরই মধ্যে শ্রেয়স আইয়ারের চোটের পর দিল্লির অধিনায়কের দায়িত্ব পাওয়া ঋষভ পন্থ দিল্লির ক্যাপ্টেন্সি ছাড়বেন কিনা তা নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে। তবে সৌরভ গাঙ্গুলী 2025 মরশুমে দলের কোচিং বিভাগ সামলাবেন কিনা সেই প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরেই স্পষ্ট জানিয়ে দিয়েছে দিল্লি। যদিও এর আগেই  বেশ কিছু তথ্য এ কথা নিশ্চিত করছিল যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদ খুঁইয়ে এবার দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর ওরফে কোচের পদও হারাতে চলেছেন সৌরভ। 

আরও পড়ুন: বাড়ল ধনী-গরীব ভেদাভেদ! মূর্তি বদলে কোন ইঙ্গিত দিলেন বিচারপতি?

Most Popular