HomeSports News'প্লেয়ার অব দ্য মান্থ' পুরষ্কার জিতলেন শ্রীলঙ্কার কামিন্দু ও ইংল্যান্ডের মহিলা ব্যাটার...

‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরষ্কার জিতলেন শ্রীলঙ্কার কামিন্দু ও ইংল্যান্ডের মহিলা ব্যাটার বাউমন্ট

- Advertisement -

মহানগর ডেস্ক: গত মার্চেই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মাস সেরার পুরস্কার জিতেছিলেন শ্রীলঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস। 6 মাসের মধ্যেই তাকে পুণরায় সেই পুরস্কারে সম্মানিত করল আইসিসি। গতমাসে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন কামিন্দু। আর সেই কাজের ফল পেলেন মাস ঘুরতে না ঘুরতেই। একই সাথে ইংলিশ মহিলা দলের খেলোয়াড় ট্যামি বাউমন্টও নিজের কৃতিত্বের জন্য সমগোত্রীয় পুরস্কার পেয়েছেন।

ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মাস সেরার পুরস্কার কামিন্দুর হাতে আসার পাশাপাশি মাস সেরা হওয়ার দৌঁড়ে পিছিয়ে রইলেন তার সতীর্থ জয় সুরিয়া এবং অস্ট্রেলিয়ার ধুরন্ধর ব্যাটার ট্র্যভিস হেড। পরপর দুই বারের সাফল্যে যথেষ্ট আনন্দিত কামিন্দু। অন্যদিকে মহিলা ক্রিকেটার হিসেবে 2021 সালের পর ফের আরও একবার সেপ্টেম্বরের সেরা মহিলা ক্রিকেটারের তালিকায় ঢুকে পড়লেন ইংল্যান্ডের অন্যতম মহিলা ব্যাটার বাউমন্ট।

আরও পড়ুন: বিরাট কোহলির ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত নন! কড়া ভাষায় জবাব দিলেন গম্ভীর

প্রসঙ্গত, মাসসেরার পুরস্কার জয়ী দুই ক্রিকেটারই তাদের বিগত ইনিংসে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করেছেন। চলতি বছর ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রেখেছিলেন বাঁহাতি লঙ্কান ব্যাটার কামিন্দু মেন্ডিস। সেপ্টেম্বরের 4 টি টেস্ট ম্যাচে 90.26 স্ট্রাইক রেট নিয়ে 451 রান হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ব্যাটে ঝড় দেখেছিল দর্শকরা। অন্যদিকে 26 বছরের কামিন্দুর পাশাপাশি মহিলা ক্রিকেটে প্রতিপক্ষকে বারংবার নিজের অবস্থান বুঝিয়েছেন বাউমন্ট। কাজেই সামগ্রিকভাবে বলা যায়, লড়াইয়ের ময়দানে নিজেদের দক্ষতা এবং কৌশলের জোড়ে আজ সেরা হওয়ার দৌঁড়ে পাশাপাশি রয়েছেন দুজনেই।

Most Popular