HomeSports Newsবাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন পাকিস্তান মহিলা দলের অধিনায়ক, আবেগী দর্শকরাও

বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন পাকিস্তান মহিলা দলের অধিনায়ক, আবেগী দর্শকরাও

- Advertisement -

মহানগর ডেস্ক: প্রিয়জনের মৃত্যু যে কতটা যন্ত্রণার তা ভাষায় প্রকাশের উর্দ্ধে। সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাতে মাঠে নেমে বাবার মৃত্যুতে কেঁদে ফেললেন পাকিস্তান মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা। বাবাকে হারিয়েছিলেন আগেই যার জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 20 ওভার খেলা হয়নি তার। তবে বাবাকে হারানোর পর দেশ থেকে ফিরে সোমবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিউজিল্যান্ড নারী বাহিনীর সাথে জোর টক্করের মাঝেই ফাতেমার চোখের জল নজর এড়ায়নি কারওই।

বাবা আর নেই, জানতে পেরে তড়িঘড়ি দেশে ফিরে যান পাকিস্থান মহিলা দলের অধিনায়ক ফাতিমা। এদিকে সামনে রয়েছে নিউজিল্যান্ডের ম্যাচ। সেই পরিস্থিতিতে সমস্ত কাজ মিটিয়ে বাবাকে হারানোর যন্ত্রণা বুকে নিয়ে লড়াইয়ের ময়দানে পা রাখেন পাকিস্তানের তরুণী খেলোয়াড়। ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়ই যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। সময়ের সাথে তাল মিলিয়ে ম্যাচ ক্রমশ সামনের দিকে গড়ায়। পাকিস্তানের মেয়েদের ওপর ক্রমশ ভারী হয়ে উঠছিল নিউজিল্যান্ডের নারী বাহিনী।

আরও পড়ুন: সাপের মুখে চুম্বন করতে যাচ্ছিলেন এক তরুণী, তারপর যা হল! দেখে চোখ উঠবে কপালে

নিজেদের অবস্থান অক্ষুণ্ন রেখে 111 রানের লক্ষ্য স্থির করা নিউজিল্যান্ড চেয়েছিল যেকোনও প্রকারে ম্যাচ জিততে। আর সেই আশাই পূরণ হল তাদের। শতাধিক রানের লক্ষ্য তাড়া করে শেষ পর্যন্ত মাত্র 56 তেই অল আউট হয়ে যায় পাকিস্তান। সেই সাথে ভারতের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্যও অধরা থেকে যায়। তবে এসবের মধ্যেও পাকিস্তানের পরাজয়কে ছাপিয়ে গিয়েছে 22 বছর বয়সী পাকিস্তানি তারকা সানার সদ্য হারানো বাবার জন্য কান্না ভেজা মুখ। এদিন ভেজা চোখেই দেশের হয়ে মাটি আঁকড়ে পড়েছিলেন এই ক্রিকেটার। যেই দৃশ্য নজর কেড়েছে সকলের।

Most Popular