মহানগর ডেস্ক: দীর্ঘদিন ধরে দুই সঙ্গীর সাথে শারীরিক মিলনের দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন। তাদের না জানিয়ে গোপনে 2022 সালে তিন মাস ধরে মোট চারবার প্রেমিকাদের সাথে শারীরিক মিলনের মুহূর্ত রেকর্ড করার অভিযোগ উঠেছে সদ্য নটিংহ্যাম ফরেস্ট ছেড়ে তুরস্কের ক্লাবে যোগ দেওয়া 31 বছর বয়সী এক ফুটবলারের বিরুদ্ধে। যেই খবর প্রকাশ্যে আসতেই ক্ষমা চেয়েছেন ওই তরুণ খেলোয়াড়।
ফুটবলারের যৌন মিলনের দৃশ্য ফাঁস হতেই শুরু ব্ল্যাকমেইলিং
ফুটবলারের কুকীর্তির খবর প্রথম সামনে আনেন তার শ্যালিকা। গত জুন থেকে প্রেমিকাদের সাথে যৌন মিলনের দৃশ্য ক্যাপচার করছিলেন ফুটবলার হওয়াং। তবে শেষ রক্ষা হল না তার। কয়েক মাস আগে হওয়াংয়ের শারীরিক মিলনের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেন তার শ্যালিকা। এরপরই শুরু হয় ফুটবলারকে ব্ল্যাকমেইলিং। শেষ পর্যন্ত কিছু বুঝে উঠতে না পেরে আদালতে শ্যালিকার বিরুদ্ধে মামলা করেন ওই ফুটবলার। গোটা বিষয় খতিয়ে দেখার পর মহিলাকে 3 বছরের কারাদণ্ডের সাজা শোনায় আদালত। তবে ছাড় পাননি হওয়াংও।
প্রসঙ্গত, হওয়াংকের এই কাজের জন্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। আদালত জানিয়েছে, তিনি অন্যদের সম্মতি না নিয়ে যেই দৃশ্য রেকর্ড করেছেন তা আইনের চোখে অত্যন্ত গুরুতর অপরাধ। ভিডিও সম্পর্কে বিশদে কিছু না বললেও বিচারপতিরা এদিন একযোগে ভৎসনা করেন ফুটবলারকে। যদিও নিজের কাজের জন্য অত্যন্ত লজ্জিত ওই তরুণ ফুটবলার। বেশ কয়েকবার জনসমক্ষে ক্ষমাও চেয়েছেন তিনি।
আরও পড়ুন: হাজার কেজির কুমড়ো নিয়ে প্রতিযোগিতা জিতলেন এক শিক্ষক