HomeSports Newsপাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ রান এই পাঁচ ভারতীয়র

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপে সর্বোচ্চ রান এই পাঁচ ভারতীয়র

- Advertisement -

মহানগর ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ক্রিকেট পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন।ক্রিকেট মোটামুটি ছোটো থেকে বড় সবারই পছন্দের তালিকায় আছে।পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপ কমবেশি সবাই দেখে থাকেন। আজ এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের জানানো হবে এই ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন কোন ৫ ভারতীয়!

সবার আগে তালিকায় রয়েছেন সচিন তেন্ডুলকর। ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ৫ ম্যাচ খেলেছেন মাস্টার ব্লাস্টার।মোট ৭৮.২৫ গড়ে সচিন ৩১৩ রান করেছেন পাক দলের বিরুদ্ধে। সর্বােচ্চ ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে করা ঐতিহাসিক ৯৮ রান।

আরও পড়ুন:Chandrayaan 3 : ডিবুস্টিংয়ের পর চাঁদের আরও কাছে ল্যান্ডার বিক্রম, প্রহর গুনছে গোটা দেশ

বিরাট কোহলি রয়েছেন তালিকার দ্বিতীয় স্থানে। পাকিস্তানের বিরুদ্ধে মোট ৩টি ম্যাচ খেলেছেন তিনি বিশ্বকাপে।মোট ৬৪.৩৩ গড়ে ১৯৩ রান ঝুলিতে পুরেছেন কোহলি পাকিস্তানের বিরুদ্ধে। ব্যক্তিগত সর্বোচ্চ ১০৭ রান।

রোহিত শর্মা পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি গড়ে বিশ্বকাপের মঞ্চে রান করেছেন। তিনি এবারের বিশ্বকাপে ভারতের অধিনায়কও।মোট ৭৭.৫০ গড়ে ব্যাটিং করে ১৫৫ রান করেছেন হিটম্যান পাক দলের বিরুদ্ধে। ১৪০ তাঁর সর্বোচ্চ স্কোর।

আরও পড়ুন: দুয়ারে সরকারে যুক্ত হল আরও দুই প্রকল্প, জেনে নিন সুবিধা

তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচ খেলেছেন আজ্জু।আজহার মোট ১১৮ রান করেছেন। গড় ছিল ৩৯.৩৩। একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন আজহার।

তালিকায় সবার শেষে রয়েছেন প্রাক্তন মিডল অর্ডার ব্যাটার সুরেশ রায়না। ভারতীয় ক্রিকেটে ইতিহাসে তাঁরও অবদান কম নয়।তিনিও বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছেন।

Most Popular