HomeSports Newsনিউজিল্যান্ডকে যোগ্য জবাব বিরাট-সরফরাজের, তৃতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া!

নিউজিল্যান্ডকে যোগ্য জবাব বিরাট-সরফরাজের, তৃতীয় দিনের শেষে চালকের আসনে টিম ইন্ডিয়া!

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: দ্বিতীয় দিনের টেস্টে ভারতের অবস্থা ছিল আশঙ্কাজনক। তবে সেই পরিস্থিতি 3 নম্বর দিনে কিছুটা হলেও দায়িত্ব নিয়ে কাটিয়ে উঠেছে রোহিত ব্রিগেড। নিউজিল্যান্ডের থেকে 365 রানে পিছিয়ে থাকা ভারতের শুরুটা একেবারেই মন্দ হয়নি। যদিও সেই পথ আগে থেকেই তৈরি করেছিল দেশের বোলাররা। শুরুটা মহাম্মদ সিরাজকে দিয়ে হলেও কিউয়িদের ইনিংসে ইতি টেনে নিউজিল্যান্ডকে 402 রানে বেঁধে রাখে কুলদীপ। অন্যদিকে আউট হলেও 70 রান করে ভারতের ঝুলিতে সংখ্যা বাড়িয়ে মাঠ ছাড়েন বিরাট। তবে কিং কোহলির সমান রান করে ক্রিজে টিকে রয়েছেন সরফরাজ। তৃতীয় দিনশেষে বিদেশীদের থেকে মাত্র 125 রানে পিছিয়ে ভারত। 

নিউজিল্যান্ডের থেকে মাত্র 125 রান দূরে ভারত 

প্রথম দিনের বৃষ্টি এবং দ্বিতীয় দিনের ব্যর্থতা মিলিয়ে শুক্রবার ম্যাচ জিততে একপ্রকার মরিয়া হয়ে উঠেছিল রোহিত বাহিনী। সেই দৃঢ়তা থেকেই মাঠে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেন ভারতের বোলাররা। মোহাম্মদ সিরাজের বলে প্রথম সাফল্য আসে রোহিতদের ঘরে। মাত্র 18 রান দিয়ে ড্যারেল মিচেলকে মাঠ ছাড়া করেন সিরাজ। কিছুক্ষণের মধ্যেই ভারতের হয়ে কব্জির জোর প্রয়োগ করতে থাকেন যশপ্রীত বুমরা। আর তাতেই আসে সাফল্য। টম ব্লান্ডালকে মাত্র 5 রানে আউট করেন তিনি। নিউজিল্যান্ড তখন 204 রানে পঞ্চম উইকেট খুইয়েছে। 

ভারতের বোলারদের আটসাট বোলিং দেখে মনে হচ্ছিল ম্যাচ ঝুঁকছে ভারতের দিকেই। যা প্রায় বাস্তব হতে দেখা যাচ্ছিল জাদেজার হাত ধরে। পরপর দুই ওভারে গ্লেন ফিলিপ্স ও ম্যাট হেনরিকে আউট করে 233 রানে নিউজিল্যান্ডকে 7 উইকেটে নামিয়ে আনেন এই বাঁ হাতি স্পিনার। তবে প্রথম ইনিংসে 225 রানে এগিয়ে থাকা দলকে সেঞ্চুরি হাঁকিয়ে দুর্দান্ত ছন্দে নিয়ে আসেন রাচিন রবীন্দ্র। মধ্যাহ্নভোজ সেরে বিরতির ওপারে নিউজিল্যান্ড বাহিনীর ঝোড়ো ব্যাটিং ইনিংস শেষে 400 রানের গন্ডি পার করে। মাঠে নেমে বিপরীত পক্ষকে নিজের অবস্থান বোঝাতে চাইলেও প্রথম 10 দশ ওভারে মাত্র 34 রান সংগ্রহ করে ভারত। প্রথমদিকে ঠিকঠাক চললেও বড় শট খেলার আশায় মাত্র 35 রানে ঘরে ফিরতে হয় যশস্বী জয়সওয়ালকে। বল করেছিলেন আজাজ পটেল। জয়সওয়াল মাঠ ছাড়লে ম্যাচ একপ্রকার নিজের কাঁধে তুলে নেন রোহিত।

একের পর এক চার, ছয় ও নিয়ন্ত্রিত শট খেলে হাফ সেঞ্চুরি হাঁকানো রোহিত শর্মাকেও ময়দান ছাড়তে হয় 52 রানেই। তখন 95 রানে 2 উইকেট ভারতের। অধিনায়কের চলে যাওয়া জেদ হয়ে ওঠে মাঠে থাকা বিরাট ও সরফরাজের কাছে। এরপরই বেশ আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন তারা। প্রথমে সরফরাজ এবং তারপর বিরাট দুজনের ব্যাটেই ঝড়ো হাওয়া দেখতে হয় নিউজিল্যান্ডকে। শেষ পর্যন্ত 70 রান করে দলকে 231 রান যোগান কোহলি। তবে গ্লেন ফিলিপ্সের বল উইকেট কেড়ে নেয় তার। এদিকে ম্যাচ গড়িয়ে যায় তৃতীয় দিনের সমাপ্তিতে। বর্তমানে ভারতকে 125 রানে লিড দিচ্ছে নিউজিল্যান্ড। চতুর্থ দিনে কী সেই রান ছাপিয়ে যেতে পারবে ভারত? নাকি লক্ষ্য ছোঁয়ার আগেই অলআউট হতে হবে তাদের? উত্তর মিলবে সময়ের সাথে সাথে। 

আরও পড়ুন: ব্যাঙ্ক থেকে তো তুলে আনেন কড়কড়ে কাগজের নোট, জানেন এর জন্ম কোন দেশে?

Most Popular