HomeWeatherশীত নয় বড়দিনে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর , কতটা হবে বৃষ্টি...

শীত নয় বড়দিনে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর , কতটা হবে বৃষ্টি…

- Advertisement -

মহানগর ডেস্ক: বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ডিসেম্বরে যেখানে কম্বল মুড়ি দিয়ে শীত উপভোগ করার কথা সেখনে আবহাওয়া দফতর বলছে সঙ্গে ছাতা রাখার কথা। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পর কারণে বড়দিনের আগে বেড়েছে বঙ্গের তাপমাত্রা।  শীত নয় বড়দিনে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর বে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে। এই আকাশ মেঘলা থাকার কারণে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বেড়ে গিয়েছে। কনকনে ঠাণ্ডা পরলেও তা উধাও হয়ে গিয়েছে। বড়দিনে সেই ঠাণ্ডার আমেজ থাকবে না বলেই জানানো হয়েছে। এতেই মন ভেঙেছে বঙ্গবাসীর। আবহাওয়া দফতর জানিয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি  হতে পারে। তবে এই জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমবে।

পশ্চিমের জেলাগুলিতে কলকাতা থেকে ২ থেকে ৪ ডিগ্রি  তাপমাত্রা কম থাকবে। কলকাতায় আজ রাতের তাপমাত্রা সর্বনিম্ন ১৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে।  তবে রবিবার থেকে বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানানো হয়েছে।

Most Popular