HomeWeatherবছর শেষের 'মুড সুইং' আবহাওয়ার! কেমন থাকবে বড়দিনের আবহাওয়া?

বছর শেষের ‘মুড সুইং’ আবহাওয়ার! কেমন থাকবে বড়দিনের আবহাওয়া?

- Advertisement -

মহানগর ডেস্ক: বড়দিন সবার দোরগোড়ায়।বাঙালি পিকনিকের আমেজে।শীতপ্রেমীরা এই সময় কনকনে ঠান্ডার আমেজ পেতে চান। কিন্তু, বছর শেষের আগেও আরও একবার ‘মুড সুইং’ হল আবহাওয়ার। রাজ্যের তাপমাত্রা একধাক্কায় মঙ্গলেই অনেকখানি বাড়ল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বড়দিন এবং নিউ ইয়ারে শীত কি আদৌ থিতু হবে?

আপাতত কলকাতা, হাওড়া, হুগলি,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়াতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।তবে আগামী ৪৮ ঘণ্টা জম্পেশ ঠান্ডার পড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অপেক্ষাকৃত কম। জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। আর সেই কারণেই বাড়ছে তাপমাত্রা।

আগামী দুই দিনে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে কোনও দুর্যোগের সম্ভাবনা নেই নতুন করে। যা বাড়াচ্ছে স্বস্তি।অপেক্ষাকৃত ঠান্ডা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। শীতের আমেজ বজায় থাকবে জেলাগুলিতেও। অর্থাৎ বড়দিনের আগে কনকনে ঠান্ডা নিয়ে শীতপ্রেমীদের আরাম থাকবে পোয়া বারো।

Most Popular