HomeWeatherবড়দিনের আনন্দ ভন্ডুল করবে বৃষ্টিপাত? কি বলছে আবহাওয়ার মতিগতি!

বড়দিনের আনন্দ ভন্ডুল করবে বৃষ্টিপাত? কি বলছে আবহাওয়ার মতিগতি!

- Advertisement -

মহানগর ডেস্ক: যখন দার্জিলিঙে তুষারপাতের জন্য আদর্শ সময় তখন তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গে। রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে শনিবার।পাল্লা দিয়ে বাড়ছে কলকাতার তাপমাত্রাও। এদিকে বড়দিন দোরগোড়ায়। শীত যে গোমড়া মুখ করে থাকবে, তা স্পষ্ট অনেকাংশেই। কিন্তু, বৃষ্টিপাত কি মাটি করতে পারে বড়দিনের আনন্দ? আলিপুর আবহাওয়া দফতর কী বলছে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত:

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা।যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৩ শতাংশ।

আপাতত কলকাতার তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। ঊর্ধ্বমুখীই থাকবে তাপমাত্রার পারদ। আপাতত এক সপ্তাহ হাওয়া বদলের সম্ভাবনা কম। এরপর ফের কি শীতের স্পেল? শীতপ্রেমীরা প্রত্যাশায়। তবে খুশির খবর, এখনই কোনও সম্ভাবনা নেই কলকাতায় বৃষ্টিপাতের। অর্থাৎ, সাধারণ মানুষ হালকা শীত গায়ে মেখেই বড়দিন উপভোগ করতে পারবেন।

রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। আর এই কারণেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা। কিছুটা একই পরিস্থিতি থাকবে রবিবারও।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহ জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা অনেকটাই কম।তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে।সামান্য বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলাতে।

Most Popular