HomeBengalবারাসাত নীলগঞ্জ দুর্ঘটনাস্থল পরিদর্শনে NIA আধিকারিকরা

বারাসাত নীলগঞ্জ দুর্ঘটনাস্থল পরিদর্শনে NIA আধিকারিকরা

- Advertisement -

মহানগর ডেস্ক: রবিবার সকালে আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসত লাগোয়া দত্তপুকুর থানার নীলগঞ্জ ফাঁড়ির নীলগঞ্জ গ্রাম। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চায়েত এলাকার মোছপোল পশ্চিমপাড়া অঞ্চল। একটি দোতলা বাড়ি প্রায় ধূলিসাৎ হয়ে যায়। আশপাশের অন্তত ১০০টি বাড়ির ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: Pet Dog Bitten Off Rapist Genital: মালকিনকে ধর্ষণের চেষ্টা,দুষ্কৃতীর পুরুষাঙ্গ কামড়ে ছিড়ে নিল পোষ্য কুকুর!

আজ সেই স্থানে পরিদর্শনে এলো, এন আই এ আধিকারিকরা।তারা বিস্ফোরণের বিষয়টি খতিয়ে দেখার জন্য দুর্ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে।পাশাপাশি তারা বন্ধ ইটভাটা এবং বেআইনি বাজি কারখানাও খতিয়ে তল্লাশি করেছেন।সঙ্গে ছিলেন এডিজি সাউথের দুজন উচ্চপদস্থ কর্মচারীও।

আরও পড়ুন: Dalit Teen Killed: যৌন হেনস্থার অভিযোগ দলিত কিশোরীর, পাল্টা ভাইকে পিটিয়ে খুন শখানেক মানুষের

যদিও ইতিমধ্যেই তাঁরা দুর্ঘটনস্থল পরিদর্শন করে ফেরত চলে গিয়েছেন বলে সূত্রের খবর।স্থানীয়দের দাবি, কেরামত এবং সামসুল দু’জনে মিলে বেআইনিভাবে বাজি তৈরি করত। ওই বাজি দোতলা বাড়িতে মজুত করে রাখা হত। তা ফেটেই এমন বীভৎস ঘটনা ঘটেছে। প্রশাসনের নাকের ডগায় বাজি কারখানা চললেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। ঘটনায় এনআইএ (NIA) তদন্তের দাবিতে অমিত শাহকে চিঠি লিখেছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।

Most Popular