Home Bengal ফের পদ্মে অর্জুন? নাম সুপারিশে রাজি শুভেন্দু!

ফের পদ্মে অর্জুন? নাম সুপারিশে রাজি শুভেন্দু!

লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে দলবদলের হিড়িক।

by Pallabi Sanyal
86 views

মহানগর ডেস্ক : তৃণমূল ছেড়ে বিজেপিতে, তারপর আবার বিজেপি ছেড়ে তৃণমূলে, এবার নাকি পুনরায় বিজেপিতেই ফিরতে চান অর্জুন সিং। তেমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে কান পাতলে। লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যারাকপুরে প্রার্থী নির্বাচিত করেছে মন্ত্রী পার্থ ভৌমিককে। আর তাতেই বেজায় অভিমানী হয়েছেন অর্জুন। ইতিমধ্যেই নিজের অফিস থেকে সরিয়ে ফেলেছেন নেত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের ছবি। শুধু তাই নয়, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াইয়ের ঘোষণাও করেছেন। আর তারপর থেকেই বিজেপিতে ফেরা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। যদিও অর্জুন এখনও স্পষ্টভাবে কিছু বলেননি। বিজেপি ফিরিয়ে নিলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এদিকে অর্জুন বিজেপিতে ফিরতে চাইলে তাকে বিজেপি সাদরে গ্রহণ করবে কিনা তা দিল্লির নেতারা ঠিক করবেন বলে মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে, উল্লেখযোগ্য বিষয় হল অর্জুন শুভেন্দুর নামটুকু সুপারিশ করতে পারবেন বলে জানিয়েছেন। তবে, কি বিজেপিতেই অর্জুন? আরো বাড়ছে জল্পনা।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে দলবদলের হিড়িক। কেউ ফিরতে চান পুরনো দলে। কেউবা যোগ দিচছেন শাসক শিবিরে। এখন দেখার বাংলার ৪২টি কেন্দ্রে কার কত স্কোর হয়।

You may also like