মহানগর ডেস্ক: বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। একাধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত। স্থানীয়দের অভিযোগ,এলাকায় বেআইনি বাজি কারাখানতেই এই বিস্ফোরণ হয়েছে। এমনকী স্থানীয়দের একাংশ দাবি করছেন, পুলিশ ও রাজ্যের মন্ত্রীও সব জানতেন। পাশাপাশি, অভিযোগ উঠেছে যে এলাকাবাসীরা প্রতিবাদ করলে তাঁদের ওপর চড়াও হয়েছে অনেকেই। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে খবর, শব্দবাজি তৈরি হত বেআইনি ওই বাজি কারখানায়। মজুদ ছিল প্রচুর পরিমানে বাজির মশলা। ওখানে বোমা তৈরি হত বলেও অভিযোগ কারও কারও। গোটা এলাকা এদিন ভয়াবহ বিস্ফোরনে কার্যত কেঁপে ওঠে। ওই কারখানাটি বিস্ফোরণের তীব্রতায় পুরোপুরি উড়ে গিয়েছে। আশেপাশের বেশ কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দেহগুলি উদ্ধার করা হয়েছে। তবে ভিতরে ও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলেই মনে করছেন স্থানীয়রা।
খবর পেয়ে ঘটানাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল বাহিনী। ইতিমধ্যেই শুরু হয়েছে আগুন নেভানোর চেষ্টা। তবে স্থানীয়দের মতে,”দত্তপুকুর থানার পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতারা টাকা নিয়ে ওই সমস্ত বেআইনি বাজি কারখানাগুলি চালানোর ক্ষেত্রে মদত দিত।” এমনকি স্থানীয় বাসিন্দাদের একাংশ রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তুলছেন। শুধু এখানেই শেষ নয়,এলাকাবাসীদের আরও অভিযোগ,”শুধু মাত্র ওই বাড়িতেই নয়, এলাকার আরও একাধিক বাড়িতে চলছে বেআইনি বাজি কারখানা।”