HomeBengalলোকসভার আগে নাশকতার ছক! কাঁকিনাড়ায় রেললাইনে পড়ে বোমা!

লোকসভার আগে নাশকতার ছক! কাঁকিনাড়ায় রেললাইনে পড়ে বোমা!

- Advertisement -

মহানগর ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বোমাতঙ্ক রাজ্যে। রেললাইন থেকে উদ্ধার বোমা। ঘটনাটি ঘটেছে কাঁকিনাড়ায়। যদিও পড়ে থাকা বস্তুতি বোমা কিনা তা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি রেল পুলিশ।

শনিবার শিয়ালদা রানাঘাট শাখার কাঁকিনাড়া রেল স্টেশনের কাছে দু’‌নম্বর রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় অজানা বস্তু। এরপরই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন মানুষজনও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের কর্তারা।পুলিশ বাহিনী এবং জিআরপির দলও আসে।কাঁকিনাড়া রেল স্টেশনের দু’নম্বর লাইনে এই ঘটনা ঘটেছে। রেল সূত্রে খবর, ওই বোমার খবর জানা যাওয়ার কিছু আগেই সংশ্লিষ্ট লাইন দিয়ে গিয়েছে একটি ট্রেন।

প্রসঙ্গত, অজানা বস্তুটি যদি বোমা হয়, ফাটলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তবে, বড়সড় অঘটন ঘটেনি।তবে বোমা উদ্ধারের জেরে এদিন সকালে কাঁকিনাড়া স্টেশনে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয়। ২ নম্বরের বদলে ৪ নম্বর লাইন দিয়ে ট্রেনকে ঘুরিয়ে স্টেশনে ঢোকানো হয়।

 

Most Popular