Home Bengal জামিনে মুক্ত সন্দেশখালির প্রাক্তন বাম-বিধায়ক নিরাপদ সর্দার

জামিনে মুক্ত সন্দেশখালির প্রাক্তন বাম-বিধায়ক নিরাপদ সর্দার

প্রাক্তন বাম বিধায়ককে গ্রেফতারের পর থেকেই গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল।

by Pallabi Sanyal
22 views

মহানগর ডেস্ক : ১৫ ফেব্রুয়ারি গ্রেফতারির পর থেকে কেটে গিয়েছে ১৭ দিন। অবশেষে কলকাতা হাইকোর্টে জামিন পেলেন সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিরাপদ সর্দারের জামিনের আবেদন মঞ্জু করেছে। বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরণের বোকা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শকিং।
এদিন নিরাপদর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে সওয়াল করে বলেন, জামিনের দিনই একজনকে গ্রেফতার করা হল একজনকে। পাল্টা রাজ্যের তরফে আইনজীবী রুদ্রদীপ নন্দী বলেন, প্রথম এফআইআরটি ওখানে অপরাধের জন্য। বিক্ষোভ সংগঠনে ভূমিকা রয়েছে ওনার। কিছু বক্তব্য রেখেছেন তিনি। এরপরই বিচারপতি বসাক প্রশ্ন করেন যে এভাবে কি কাউকে গ্রেফতার করা যায়? একজন নাগরিককে এভাবে গ্রেফতার করার ব্য়াখ্যাও জানতে চান। একইসঙ্গে বিচারপতি জানতে চান, যারা গ্রেফতার করল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা কেন নেওয়া হবে না? এত দিন জেলে থাকার ক্ষতিপূরণ কে দেবে সেই প্রশ্নও তোলেন তিনি।

প্রসঙ্গত, প্রাক্তন বাম বিধায়ককে গ্রেফতারের পর থেকেই গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। এদিকে এখনও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এদিকে, মঙ্গলবারই বাম মনোভাবাসম্পন্ন বুদ্ধিজীবীরা গিয়েছেন সন্দেশখালিতে। এদিনই জামিনে মুক্ত হলেন নিরাপদ সর্দার।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved