Home Bengal প্রকাশ্য দিবালোকে চললো গুলি! ভোটের মুখে চড়ছে পারদ

প্রকাশ্য দিবালোকে চললো গুলি! ভোটের মুখে চড়ছে পারদ

মোট ৪-৫ রাউন্ড গুল চলে বলে জানিয়েছেন সংস্থার কর্মীরা।

by Pallabi Sanyal
30 views

মহানগর ডেস্ক : প্রথম দফা নির্বাচনের ভোট গ্রহণের সময় হয়ে এল। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে জেলায় জেলায়। এদিকে শিল্পাঞ্চল আসানসোলে আতঙ্কের পরিবেশ। দিনে দুপুরে চললো গুলি। ফিনান্স সংস্থার অফিসে শুট আউট। সংস্থার মালিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। মৃত ব্যক্তির নাম উমা শঙ্কর চৌহান (৩৫)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ কুলটিতে শুট আউটের ঘটনায় ভোটের আগে চড়ছে পারদ। স্থানীয় সূত্রে খবর, প্রকাশ্য দিবালোকে চিনাকুড়ি এলাকায় ওই বেসরকারি মাইক্রো ফিনান্স সংস্থার অফিসে ঢোকে এক দুষ্কৃতী। তার মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।অফিসের মধ্যে বসে থাকা উমাশংকর চৌহানকে গুলি করে খুন করে। মোট ৪-৫ রাউন্ড গুল চলে বলে জানিয়েছেন সংস্থার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার পুলিশ আসে। এরপর গুলিবিদ্ধ উমা শঙ্কর চৌহানকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

শুট আউটের কয়েক মিনিট আগে এক যুবক অফিসে এসে একজনের খোঁজ করছিল। কিন্তু ওই নামে অফিসে কেউ থাকে না বলা হলে ওই যুবক চলে যায়। তারপরেই মুখ বাঁধা অবস্থায় ওই যুবক আসে। ঠিক ভোটের মুখে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সংস্থার কর্মীরা জানান, ব্যবসায়িক কাজের জন্য চেন্নাই গিয়েছিলেন উমা শঙ্কর। রবিবার সেখান থেকে ফেরেন তিনি। এরপর অফিসে কাজের খোঁজখবর নিতে অফিসে আসেন সকালে। কর্মীদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন। সেই সময়ই হঠাৎ ওই আগুন্তক ঢুকে পড়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে গুলি চালাতে শুরু করে।

 

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved