Home Bengal ভ্য়াপসা গরমে আরামে বাঘেরা! এলাহী আয়োজন বাংলায়

ভ্য়াপসা গরমে আরামে বাঘেরা! এলাহী আয়োজন বাংলায়

ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রয়েল ব্যবস্থা বেঙ্গল টাইগারদের জন্য।

by Pallabi Sanyal
12 views

মহানগর ডেস্ক : ভ্যাপসা গরম। তাপমাত্রার পারদ উপরে উঠেই যাচ্ছে। বইছে লু। এমতাস্থায় বাড়ির বাইরে বেরনো কষ্টকর হয়েছে পড়েছ আট থেকে আশির। মানুষ যেমন কষ্ট পাচ্ছে ঠিক একইভাবে কষ্ট পাচ্ছে পশু পাখিরাও। তাই সুন্দরবনে বাঘেদের জন্য এলাহী আয়োজন করা হয়েছে এই গরমের হাত থেকে শরীর ঠান্ডা রাখতে।ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রয়েল ব্যবস্থা বেঙ্গল টাইগারদের জন্য। তাদের পরিচর্যায় কোনো খামতি রাখছে না বন দফতর।

জানা যাচ্ছে, ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘ যাতে কোনভাবেই গরমে কষ্ট না পায় সে জন্য পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের জন্য নানা আয়োজন করা হয়েছে। দু বেলা দীর্ঘক্ষণ ধরে পাইপের মাধ্যমে জল ছিটিয়ে তাদের স্নান করানো হচ্ছে। পাশাপাশি ভিটামিন সি ট্যাবলেট এবং ওআরএস জলে গুলে খাওয়ানো হচ্ছে এই রয়্যাল বেঙ্গল টাইগারদের। অন্যদিকে ২৪ ঘণ্টা ধরেই বাঘেদের খাঁচার সামনে বিশালাকার স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।তাছারাও বাঘেদের এনক্লোজারের মধ্যে তৈরি করা হয়েছে বাথ টাব। এবার আরও নতুন তিনটি বাথ টাব তৈরি করা হচ্ছে বাঘেদের জন্য। এছাড়াও প্রাকৃতিক পুকুর রয়েছে বাঘেদের স্নানের জন্য। এনক্লোজারের মধ্যে ছায়ার ব্যবস্থা করতে ছাউনিও করা হয়েছে। বাঘেদের খাঁচার মধ্যে বড় বড় পাত্রে জল রাখা হয়েছে, যাতে নিজেদের প্রয়োজন মত সেই জল খেতে পারে বাঘ।

ঠান্ডা থাকতে বাঘেদের জন্য সব রকম ব্যবস্থা করা হলেও তাঁদের খাবারের মেনুতে আপাতত অন্য কোন পরিবর্তন করা হয়নি বলেই বন দফতর সূত্রের খবর। তবে দুবেলাই বাঘেদের খাঁচাগুলিকে পরিস্কার পরিচ্ছন্ন রাখছেন সেখানকার কর্মীরা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved