মহানগর ডেস্ক : লোকসভা ভোটের দামামা বেজে গেলেও নির্বাচনি নির্ঘন্ট ঘোষণা হয়নি এখনও। সন্দেশখালি কাণ্ডের প্রেক্ষাপটে শান্তি ও অবাধপূর্ণ নির্বাচন করাতে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এরই মাঝে বিরোধীদের পা মেরে ভেঙে দেওয়ার হুঁশিয়ার দিয়ে নতুন করে অশান্তির বাতাবরণ তৈর করলেন তৃণমূল বিধায়ক। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। শনিবার বিজেপির প্রথম দফার প্রার্থী তালিক প্রকাশ্যে আসতেই ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশ রামদাস হুঁশিয়ারির সুরে বিজেপি-আরএসএস নেতা কর্মীদের পা মেরে ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন।
বিধায়কের সাফ বার্তা,কোনওভাবে ধর্মীয় ভেদাভেদের রাজনীতি করা যাবে না। নির্বাচনের প্রচার করতেই পারে তাতে সমস্যা নেই, তবে উস্কানিমূলক কিছু করলেই মেরে পা ভেঙে দেওয়া হবে। বিধায়কের মন্তব্যে অস্বস্তিতে শাসক শিবির।
প্রসঙ্গত, সামনেই তৃণমূলের ব্রিগেড। চারিদিকে চলছে প্রস্তুতি বৈঠক। তারই মাঝে ক্যানিংয়ের বিধায়কের মন্তব্যের নিন্দা জানাচ্ছ বিরোধীরা। উল্লেখ্য, এর আগে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক। এর আগে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবার লোকসভা ভোটের আগে বিজেপি এবং আরএসএসের নেতা কর্মীদের পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন।