মহানগর ডেস্ক: কে জানতো ওই ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকার বিষ এতটা ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ, এক রত্তি সেই পোকার কামড়ে ঘটে গেল সর্বনাশ (Man Lost Hand And Leg By Flea Bite)! দেখতে সে অতি নিরীহ। দেখে বোঝার উপায় নেই তার কামড়ে এমন ভয়ঙ্কর যন্ত্রণা হতে পারে। যে যন্ত্রণা থেকে মুক্তি পেতে হাত ও পায়ের অনেকটাই বাদ গেল আমেরিকার টেক্সাসের পঁয়ত্রিশ বছরের মাইকেল কোহলহফের। ছোট্ট পোকার কামড়ে রীতিমতো কাহিল হয়ে পড়ে মাইকেল। এনবিসি নিউজের রিপোর্ট থেকে জানা গিয়েছে ওই পোকার কামড়ে তাঁর ফ্লুয়ের মতো লক্ষণ দেখা যায়। জ্বরের সঙ্গে পেট খারাপ। সপ্তাহখানেক লক্ষণগুলি তীব্র হতে শুরু করে এবং মাইকেলের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। জুনের শেষদিকে তাঁর আর বিছানা থেকে ওঠার একেবারে ক্ষমতা ছিল না। তাঁকে সান আন্টিনিওয় একটি হাসপাতালের জরুরি বিভাগে তড়ঘড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে সারা শরীরে সেপটিক হয়ে যায় এবং তাঁকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়।
চিকিৎসকরা চব্বিশ ঘণ্টা ধরে তাঁর রোগ নির্ণয়ের চেষ্টা করেন। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। প্রচুর অ্যান্টিবায়োটিক দেওয়ার পর ডায়ালিসিস শুরু হয়। কয়েক সপ্তাহ পর হাতের চেটো, বোগল, পায়ের চেটো এবং পায়ের তলায় শুকনো পচন ধরায় চিকিৎসকরা হাত ও পা অস্ত্রেপচার করে বাদ দিয়ে দেন। নিউজ পোর্টালটি জানিয়েছে সেপসিসের ফলে রক্তের গতি একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন টাইফাস ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। সিডিসির তথ্য থেকে জানা গিয়েছে সারা পৃথিবীতে আড়াই হাজারেরও বেশি এই ধরণের পোকা রয়েছে। আমেরিকায় তিনশো প্রজাতিরও বেশি এমন পোকা রয়েছে। তবে পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা পোকাদের মধ্যে মাত্র কয়েকটি পোকা মানুষের ক্ষতি করতে সমর্থ। এর আগে জার্মানিতে এশিয়ান টাইগার নামে ছোট্ট এক মশার কাপড়ে এক যুবককে তিরিশেরও বেশি অস্ত্রোপচার করতে হয়েছিল।