HomeWorldThis Woman Survives Drinking Human Blood: তিরিশ বছর মানুষের টাটকা রক্তপান করে...

This Woman Survives Drinking Human Blood: তিরিশ বছর মানুষের টাটকা রক্তপান করে বেঁচে আছে পেনিসেলভিনিয়ার এই মহিলা!

- Advertisement -

মহানগর ডেস্ক:  এমন কোনও ঘটনা আজও ঘটে চলেছে বুদ্ধিতে যার কোনও ব্যাখ্যা মেলে না (Unexplainable Things)। আসলে সব কিছুই যে আমাদের বিশ্বাস, বোধের আওতায় ঘটে,তা কিন্তু নয়। পৃথিবীতে এমন বেশ কিছু ঘটনা ঘটে চলেছে বা চলে, তার উত্তর প্রযুক্তিশাসিত জীবনে কোনও সদুত্তর মেলে না। আমরা ভাবি ভ্যাম্পায়াররা গোধূলির আলোয় দেখা দেয়। তারা মানুষের রক্তপান করে থাকে।

এমন কাহিনি প্রথম থেকে শুনে বা পড়ে আসছি। এসব কাহিনি পড়ে রোমাঞ্চিত হয়ে এসেছি। মনে মনে ভয়ও পেয়েছি। কিন্তু বাস্তবে এমন এক মহিলার সত্যি ঘটনা জানা গিয়েছে, যে রক্তমাংসের মানুষ হিসেবে ভ্যাম্পায়ারের মতো জীবন কাটিয়েছে (This Woman Survives Drinking Human Blood)। পেনিসিলভেনিয়ার এই মহিলা তিরিশ বছর ধরে মানুষের রক্তপান করে বেঁচে আছে। তার শিকারের ঘাড়ে দাঁত ফুটিয়ে রক্তপান করে থাকে জুলি নামে ওই তিন সন্তানের মা।

শোনা যায় একটি অল্পবয়েসি ছেলেকে প্রথমবার চুমু খাওয়ার সময় জোর করে কামড়ে দিয়েছিল। এতটাই জোরে কামড় দিয়েছিল যে তার ঠোঁট থেকে রক্ত বের হতে শুরু করে। আর তখন থেকেই জুলির টাটকা রক্তের ওপর এক অপ্রতিরোধ্য আকর্ষণ তৈরি হয়েছিল। তারপর থেকেই তার রক্ত খাওয়ার প্রতি ঝোঁক বেড়ে যায়।

তিরিশ বছর ধরে একটানা রক্তপান করে বেঁচেছিল জুলি। মানুষের টাটকা রক্ত খেলে তার শক্তি বেড়ে যেতো। তার মধ্যে যৌবনের উচ্ছ্বলতা দেখা যেতো। তার রক্তপান নিয়ে একটি ভিডিওয় দেখা যায় সে একজনের রক্ত খেয়ে চলেছে। বিয়ে করেছিল তার প্রাক্তন স্বামীকে সে বিয়ে করেছিল। বিয়েটাও হয়েছিল ভ্যাম্পায়ারের কায়দায়। বিয়ে হয় একটি কবরখানায়।

Most Popular