HomeWorld67 দিন পর সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হল এক ব্যক্তিকে

67 দিন পর সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হল এক ব্যক্তিকে

- Advertisement -

মহানগর ডেস্ক: 2 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ হওয়া এক ব্যক্তিকে রাশিয়ার ওখটস্ক সাগর থেকে জীবিত উদ্ধার করার খবর সামনে এসেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, দাদা এবং ভাইজিকে নিয়ে দীর্ঘদিন ধরে বেপাত্তা ছিলেন মিখাইল পিচুগিন নামক 46 বছর বয়সী রাশিয়ার এক বাসিন্দা। অবশেষে খোঁজ মিলল তাদের। তবে ওই ব্যক্তি প্রাণে বাঁচলেও মৃত্যু হয়েছে তার দাদা এবং ভাইজির। 

67 দিন পর জীবিত উদ্ধার হলেন মিখাইল পিচুগিন

নিখোঁজ ব্যক্তি প্রসঙ্গে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রে মাছ ধরতে গেলে মৎস্যজীবীদের চোখে পড়ে একটি ভাসমান নৌকা। তড়িঘড়ি সেখানে পৌঁছালে তিনজন কে ভাসতে দেখেন তারা। তাদের মধ্যে দুজনই ছিল মৃত। তবে মিখাইলকে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন মৎস্যজীবীরা। জানা যায়, গত আগস্টে 15 বছরের ভাইজি ও 49 বছর বয়সী দাদাকে নিয়ে সাগর ভ্রমণে বেরিয়েছিলেন মিখাইল। তবে দীর্ঘ 67 দিন পর যেখান থেকে উদ্ধার হলেন সেই জায়গা ভ্রমণ স্থল থেকে প্রায় কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। 

মিখাইল ঘরে ফেরায় হতবাক স্ত্রী!

মিখাইলের স্ত্রীর কাছ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, প্রায় 2 সপ্তাহের খাবার গুছিয়ে দাদা এবং ভাইজিকে নিয়ে সমুদ্রে তিমি মাছ দেখতে গিয়েছিলেন মিখাইল। ভ্রমণের উদ্দেশ্যে যখন রওনা হন তখন তার ওজন ছিল প্রায় 100 কেজি। তবে 67 দিন পর মৎস্যজীবীরা যখন তাকে উদ্ধার করেন সেই সময়ে মিখাইলের ওজন এক ধাক্কায় কমে অর্ধেক হয়ে গিয়েছিল। তবে টানা 2 মাস পর স্বামীকে দেখতে পেয়ে সাময়িক স্বস্তি পেলেও মিখাইল যে ফিরে আসবেন সেই আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন: আর্জেন্টিনার পর বুধেই পেরুর বিরুদ্ধে জয় পেল ব্রাজিল, ব্যবধান 4-0

প্রসঙ্গত, দীর্ঘদিন না খেয়ে পূর্ব এশিয়ার সবচেয়ে শীতল সাগরের প্রতিকূল অবস্থার মধ্যে মিখাইল কীভাবে বেঁচে ছিলেন তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সিংহভাগেরই। সূত্রের খবর, মিখাইলের মেয়েরও সাগর ভ্রমণে যাওয়ার কথা ছিল তবে শেষ পর্যন্ত বিশেষ কোনও কারণে যাওয়া হয়নি তার। 2 মাসেরও বেশি সময় কাটিয়ে বাবার ঘরে ফেরা এবং জেঠু ও বোনকে হারানোর ঘটনায় বাকরুদ্ধ হয়ে গিয়েছেন তিনি। যদিও মিখাইলকে আগেই ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। 

Most Popular