HomeWorldartificial-nose-transplanted: চিকিৎসার চমৎকার! ক্যানসারে খোওয়া যাওয়া নাক প্রতিস্থাপন, কীভাবে?

artificial-nose-transplanted: চিকিৎসার চমৎকার! ক্যানসারে খোওয়া যাওয়া নাক প্রতিস্থাপন, কীভাবে?

- Advertisement -

মহানগর ডেস্ক: মারণ ক্যানসারে  (Cancer) প্রায় খোয়া গিয়েছিল নাক। নাকহীন অবস্থায় পরিবার, সমাজে মুখ দেখানো মুশকিল। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের হাতযশে ওই ক্যানসার আক্রান্ত মহিলার হাতে নাক (Artificial Nose Transplanted) তৈরি করে দিয়েছেন ফ্রান্সের চিকিৎসকরা। তারপর তা বসিয়ে দিয়েছেন ওই রোগিনীর খোয়া যাওয়া নাকের জায়গায়।

মারণ ক্যানসারে ২০১৩ সালে তৌলুসের বাসিন্দা ওই মহিলা তাঁর নাসাল ক্যাভিটি ক্যানসারের চিকিৎসা করাত গিয়েছিলেন। রেডিওথেরাপি ও কেমোথেরাপি করাতে গিয়ে তাঁর নাক খোয়া যায়। নাক প্রতিস্থাপনের অনেক চেষ্টা করেও সফল না হওয়ায় তাঁকে নাক ছাড়াই বহুদিন কাটাতে হয়।

শেষপর্যন্ত ফরাসি শল্যচিকিৎসকদের হাতযশে তিনি আবার তাঁর নাক ফিরে পেয়েছেনযা অবিশ্বাস্য এবং ভাবনার বাইরে বলেই মনে করা হচ্ছে। অত্যাধুনিক চিকিৎসার গুণে তাঁর এক পায়ে নাক গজিয়ে সেই নাক-সহ নতুন জীবন পান ফ্রান্সের ওই মহিলা। যদিও পদ্ধতিটা অত্যন্ত জটিল। এক কথায় প্রায় অসম্ভব।

জানা গিয়েছে থ্রিডি প্রিন্টেড বায়োমেটেরিয়াল থেকে তৈরি একটি কাস্টম নাক ওই ক্যানসার আক্রান্তের জন্য প্রথমে তৈরি করা হয়। এরপর তাঁরা তাঁর কপাল থেকে স্কিন গ্র্যাফটের মাধ্যমে সেটি পায়ে বসিয়ে দে। সেটি বাড়তে দু মাস অপেক্ষা করা হয়। তারপরই রোগিনীর মুখে নাকের জায়গায় সেটি প্রতিস্থাপন করা হয়। তৌলুস ইউনিভার্সিটি হাসপাতাল কনুইয়ে নাক গজানোর ছবি পোস্ট করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন নাক সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। ফেসবুকে ফরাসি ভাষায় লেখা ক্যাপশানে জানানো হয়েছে প্রতিস্থাপন সফল হয়েছে। প্রথমে কনুইয়ে সেটি বসিয়ে দু মাস ধরে মেডিকেল ডিভাইসে সেটি বড় করা হয়। ওই ডিভাইসটি নাকের মধ্যে বসিয়ে তা মাইক্রো সার্জারির সাহায্যে সফলভাবে রি ভ্যাসকুলারাইজড করা হয়েছে। দশদিন হাসপাতালে থাকা ও তিন সপ্তাহ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর রোগিনী ভালো হয়ে প্রায় আগের মতো সমাজে চলাফেরা করছেন।

Most Popular