HomeWorldDelivery Man Spits On Food Parcel: এত কম টাকার টিপস? রাগে...

Delivery Man Spits On Food Parcel: এত কম টাকার টিপস? রাগে খাবারের প্যাকেটে থুতু ছিটিয়ে বরখাস্ত ডেলিভারি ম্যান!

- Advertisement -

মহানগর ডেস্ক: খাবার ডেলিভারি দেওয়ার পর যে টিপস তাকে দেওয়া হয়েছে, তা তার মোটেই পছন্দ নয়। তাই খাবারের প্যাকেট নামিয়ে রেখে তাতে ক্ষোভ প্রকাশ করে থুতু ছিটিয়ে দিল ডেলিভারি ম্যান (Delivery Man Spits On Food Parcel)। অস্বস্তিকর ও বিরক্তিকর ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডার ডেডে-তে।

খাবারের প্যাকেটে থুতু ছেটানোর দৃশ্যটি ভিডিওয় দেখানোর পর তা ভাইরাল হয়ে যায়। ভিডিওয় দেখা গিয়েছে খাবারের অর্ডার পাওয়ার পর খাবারের প্যাকেট নিয়ে ডেলিভারি ম্যান ক্রেতার বাড়ির দরজায় হাজির হয়েছে। দরজার সামনে সে খাবারের প্যাকেট রেখে টাকার জন্য অপেক্ষা করছে। বারবার ফোন পরীক্ষা করে দেখছে খাবারের প্যাকেটের জন্য ক্রেতা কত টাকা দিয়েছেন এবং টিপসই বা কত পাচ্ছে সে। আর তারপরই তাকে দেখা গিয়েছে খাবারের পার্সেলের সামনে গিয়ে তারপর তাকে থুতু ছেটাতে। কারণ টিপস খুবই কম দেওয়া হয়েছে। তাই রাগ সামলাতে না পেরে এমন কাণ্ড ঘটিয়েছে ডেলিভারি ম্যান।

টিপস হিসেবে তাকে ঠিক কত টাকা দিয়েছেন ক্রেতা, যে কারণে রাগের বশে সে এমন কাণ্ড ঘটিয়েছে। জানা গিয়েছে তাকে টিপস হিসেবে তিন মার্কিন ডলার দিয়েছেন ক্রেতা, ভারতীয় মুদ্রায় যা আনুমানিক আড়়াইশো টাকা। খাবারের প্যাকেটের অর্ডার দিয়েছে তেরো বছরের একটি ছেলে ও তার মা। তারা ডোরবেল ক্যামেরা থেকে সমস্ত ঘটনাটি দেখে। প্রচারমাধ্যমকে বালকটি জানায় ব্যাপারটা দেখে তার ইচ্ছে হচ্ছিল পার্সেলটা ছুড়ে ফেলে দিতে। তারা খাবারের জন্য তিরিশ ডলার ও যে খাবারের পার্সেল তাদের বাড়িতে পৌঁছে দিয়েছিল, তার জন্য টিপস দিয়েছিল তিন ডলার। তবে ভালো টিপস না পেয়ে খাবারের পার্সেলে থুতু ছেটানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ডেলিভারি ম্যানকে ছাঁটাই করে দিয়েছে সংস্থাটি।

.

 

Most Popular