মহানগর ডেস্ক: এ যেন হাত বাড়ালেই চাঁদ। আগস্টের তেইশ তারিখে ভারতের চন্দ্রযান-থ্রি চাঁদের দক্ষিণ মেরু ছোঁওয়ার দিনই সেখানে জমি কিনলেন জম্মু-কাশ্মীরের এক ব্যবসায়ী (Land In Moon On Sale))। চাঁদে ভারত বিজয়কেতন ওড়ানোর দুদিন পরেই জম্মু-কাশ্মীরের ব্যবসায়ী রূপেশ ম্যাসন চাঁদে জমি কিনেছেন। নিউ ইয়র্কের লুনার রেজিস্ট্রি অফিস থেকে চাঁদের জমি কেনেন। তাঁর এই জমি কেনার বিযয়টি নিয়ে শংসাপত্র দেয় লুনার রেজিস্ট্রি অফিস।
জানা গিয়েছে ম্যাসন জম্মু-কাশ্মীর ও লে-তে ইউসিএমএএসের আঞ্চলিক ডিরেক্টরও বটে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ম্যাসন তাঁর চাঁদের সম্পত্তির বিষয়টি শেয়ার করেছেন। তিনি জানান লুনা আর্থস মুন, ট্র্যাক্ট ফিফটিফাইভ পার্সেল ১০৭৭২ কিনেছেন, যা লাকাস ফেলিসিটাইটিস বা লেক অব হ্যাপিনেস বলে পরিচিত তা কিনেছেন। ওই জমির বর্তমান মূল্য প্রতি একর পিছু ২৯.০৭ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ২,৪০৫টাকা। এখন ম্যাসনের মতো আপনিও চাঁদে জমি কিনতে পারেন।
লুনার রেজিস্ট্র থেকে জানা গিয়েছে ইচ্ছুক ক্রেতারা “বে অব রেনবো”স, সি অব রেইন,লেক অব ড্রিম.সি অব সেরেনিটির মতো আরও অনেক চাঁদের জমি কিনতে পারবেন। এজন্য আপনাকে লুনার রেজিস্ট্রেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। lunarregistry.com নামে ওই ওয়েবসাইটের হোম পেজে লুনার ভালো করে দেখে নিন। তারপর প্রোপার্টি রেজিস্ট্রি ও লুনার রেজিস্ট্রেশন কস্টের সাম্প্রতিকতম খবর জেনে নিতে হবে।
স্ক্রোল করে ডাউনলোডের পর বাই ল্যান্ড অন মুন লেখা বাটন ক্লিক করে আপনার পছন্দসই জমি বেছে নিন। ঠিক করুন কোন জমিটা আপনি কিনতে চান। মালিকের নাম ও চাঁদের জমি নিয়ে তথ্য পূরণ করুন। এরপর আপনাকে অনলাইনে টাকা জমা দিতে হবে। এসব করার পর লুনার প্রোপার্টি রেজিস্ট্রেশন ফরমটি সেভ করুন এবং এখান থেকেই আপনি লুনার ল্যান্ড রেজিস্ট্রি অন মুন পরীক্ষা করুন।
লুনার রেজিস্ট্রি থেকে জানা গিয়েছে দি হিউম্যান রাইটস ফর প্ল্যানেটরি কলোনাইজেশন ঘোষণা করেছে লুনার প্রোপার্টি রেজিস্ট্রেশনের দাম অনুযায়ী চাঁদে প্রতি একরের দাম পড়বে ৩৪ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ২,৮১২.৬১ টাকা। আপনি বে অব রেনবোসে এক একর কিনতে পারবেন ৪৫,৫৪ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৩,৭৬৭.২৫ টাকায়। তিন একরের জন্য দাম পড়বে এক একর পিছু ৪০.৯৯ মার্কিন ডলার বা ৩,৩৯০.৮৫ টাকা। পাওয়া যাবে পাঁচ একর, দশ একর এস্টেটও।
চাঁদে সত্যিকারের জমির নথিভুক্ত করার বিযয়টি সহজ করে তোলার জন্য একটি সাধারণ ও সহজ ব্যবস্থা চালু করতে ১৯৯৯ সালে দি ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস গড়ে তোলা হয়। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী অভিনেতা প্রয়াত সুশান্ত সিং রাজপুত চাঁদে জমি কিনেছিলেন। তাঁর পাশাপাশি ভক্তেরা শাহরুখ খানকে চাঁদে জমি কিনে দিয়েছিলেন। দি ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রির মাধ্যমে সুশান্ত সিং রাজপুত চাঁদে জমি কিনেছিলেন। অন্যান্য ক্রেতাদের মধ্যে ছিলেন হায়দ্রাবাদের রাজীব বাগদি এবং বেঙ্গালুরুর ললিত মোহতা।