HomeWorldমহিলার চোখের পাতায় কিলবিল করছে একদল ক্রিমি, তাজ্জব চিকিৎসকরা!

মহিলার চোখের পাতায় কিলবিল করছে একদল ক্রিমি, তাজ্জব চিকিৎসকরা!

- Advertisement -

মহানগর ডেস্ক: রীতিমতো চমকে গিয়েছিলেন চিকিৎসকরা। চোখে চুলকানি হওয়ায় মহিলা এসেছিলেন চিকিৎসককে দেখাতে। কেন তাঁর এত চুলকানি হচ্ছে,তা পরীক্ষা করতে গিয়ে রীতিমতো তাজ্জব চিকিৎসকরা। পরীক্ষা করে দেখেন মহিলার চোখে কিলবিল করছে ক্রিমি। পরীক্ষার পর চিকিৎসক জানালেন তাঁর চোখে কিলবিল করছে ক্রিমি। হ্যাঁ,ঠিকই পড়ছেন। দুচোখে ক্রিমির সংক্রমণ হয়েছে।

চিনের কুনমিনের বাসিন্দা ওই মহিলার চোখের পাতা ও আইবলে বাসা বেঁধেছে বেশকিছু ক্রিমি। কাণ্ড দেখে মেডিকেল বিশেষজ্ঞরা রীতিমতো চমকে ওঠেন কারণ এধরণের অদ্ভুত ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি। মহিলার চোখ থেকে ক্রিমিগুলি যিনি বার করেন, সেই ড.গুয়ান সংবাদমাধ্যমকে জানান অন্তত ষাটটি পরজীবী ক্রিমি মহিলার চোখে রয়েছে। একসঙ্গে এতগুলো পরজীবী ক্রিমি থাকার ঘটনা বিরল বলেই জানান। তিনি ও তাঁর সঙ্গে থাকা চিকিৎসকরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন ওই মহিলার চোখে জ্বালা জ্বালা করার কারণ তাঁর চোখে গোল আকৃতির ক্রিমি, আর তা সংখ্যায় অন্তত ষাটটি। তাঁদের ধারণা আশপাশে কোনও জন্তু থেকেই ক্রিমির সংক্রমণ হয়েছে। চিকিৎসকরা তাঁকে পরামর্শ দেন কোনও জন্তুকে পোষার আগে বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।

সাধারণত ক্রিমিগুলি আশপাশের মাছির কামড় থেকেই চোখে ছড়িয়ে পড়েছে বলে অনুমান চিকিৎসকদের। তবে মহিলার দাবি সংক্রমিত বেড়ালকুকুর থেকেই তাঁর চোখে আশ্রয় নিয়েছে ক্রিমিগুলি। এই চিনেই ২০২০ সালে একইধরণের ঘটনার খবর পাওয়া গিয়েছিল। সময়ই এক মহিলার চোখের পাতায় ক্রিমি পাওয়া গিয়েছিল। অস্ত্রোপচার করে সেগুলি বার করা হয়। পাশাপাশি একইসময়ে একটি শিশুর চোখেও ক্রিমির বাসা বাঁধার খবর পাওয়া গিয়েছিল। তার চোখ থেকে ১১টি ক্রিমি বের করেন চিকিৎসকরা।

Most Popular