HomeWorldNew Claim By China: অরুণাচল প্রদেশ তাদেরই অংশ, নয়া মানচিত্রে ফের দাবি...

New Claim By China: অরুণাচল প্রদেশ তাদেরই অংশ, নয়া মানচিত্রে ফের দাবি জানিয়ে দিল চিন

- Advertisement -

মহানগর ডেস্ক: দিন কয়েক আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রধান জিংপিংয়ের  সীমান্ত সমস্যা নিয়ে আলোচনার পরেই ফের অরুণাচল প্রদেশ ও আকসাই চিন তাদের অংশ, মানচিত্রে এমন দাবি করে নয়া বিতর্কের সূচনা করল বেজিং। মানচিত্রটি প্রকাশিত হয়েছে ২৮ আগস্ট। তাতে ১৯৬২ সালের যুদ্ধে তাদের দখলে থাকা বলে দাবি করা দক্ষিণ তিব্বত ও আকসাই চিনের অংশ তুলে ধরেছে জিংপিং সরকার।

নয়া মানচিত্রে তাইওয়ান ও বিতর্কিত দক্ষিণ চিন সমুদ্রকে চিনের অংশ বলে দাবি করা হয়েছে। নতুন এই মানচিত্রে দক্ষিণ চিন সমুদ্রের বিশাল অংশ নিয়ে বেজিংয়ের দাবি স্পষ্ট করেছে চিন। যদিও দক্ষিণ চিন সাগর নিয়ে দাবি জানিয়ে আসছে ফিলিপাইন্স,মালয়েশিয়া ও ব্রুনেই। সোমবার জাতীয় মানচিত্র সচেতনতা সপ্তাহে চিনের জাতীয় সম্পদ মন্ত্রক মানচিত্রটি প্রকাশ করেছে। তাইওয়ান নিয়ে চিনের আগ্রাসী মনোভাব ঘিরে এর আগে থেকে দুদেশের মধ্যে অঘোষিত লড়াই চলে আসছে বহুদিন ধরে।

এছাড়া ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি বহুদিন ধরেই বিতর্কের সৃষ্টি করে চলেছে। বেশ কয়েক বছর আগে লাদাখ নিয়ে চিনের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। পাশাপাশি সীমান্ত বিতর্ক চলে আসছে বহুদিন ধরেই। দিন কয়েক আগে রাহুল গান্ধী কাশ্মীরে দাবি করেছিলেন চিন ভারতের অনেক ভূখণ্ড দখল করে নিয়েছে। যদিও শাসক বিজেপি তা মানতে চায়নি। এবার চিনের নয়া মানচিত্রে অরুণাচল প্রদেশ ঘিরে নয়া দিল্লির প্রতিক্রিয়া কী দাঁড়ায়, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।

Most Popular