HomeWorldSouth China Sea: দক্ষিণ চিন সাগরে সার্বভৌমত্ব নিয়ে বিতর্কিত মানচিত্র বেজিংয়ের,বাড়ছে সঙ্ঘাত

South China Sea: দক্ষিণ চিন সাগরে সার্বভৌমত্ব নিয়ে বিতর্কিত মানচিত্র বেজিংয়ের,বাড়ছে সঙ্ঘাত

- Advertisement -

মহানগর ডেস্ক: দক্ষিণ চিন সাগরে তাদের সার্বভৌমত্ব (South China Sea) নিয়ে চিনের প্রকাশ করা মানচিত্রকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ফিলিপাইন্স,মালয়েশিয়া, তাইওয়ান এবং ভিয়েতনাম। বিতর্কিত মানচিত্রে দক্ষিণ চিন সাগর-সহ আশপাশের অঞ্চলে তাদের সার্বভৌমত্বকে যুক্তি ও বিশেষ লক্ষ্য নিয়ে দেখা উচিত বলে জানিয়েছে বেজিং।

সোমবার যে নয়া মানচিত্র তারা প্রকাশ করেছে,তাতে দক্ষিণ চিন সাগরের নব্বই শতাংশ জুড়ে তাদের বিখ্যাত ইউ আকারে তাদের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত,প্রতি বছর এই সমুদ্রপথে তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়ে থাকে। বৃহস্পতিবার ফিলিপাইন্স চিনকে সাফ জানিয়েছে তারা যেন দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দায়বদ্ধতা পালন করে। ২০১৬ সালে প্রদত্ত রায়ে জানানো হয়েছিল চিনের এমন দাবির পেছনে কোনও আইনি সারবত্তা নেই।

বিতর্কিত মানচিত্রের প্রতিবাদে তারা কূটনৈতিকভাবে তাদের আপত্তির কথা জানিয়েছে বলে মালয়েশিয়া সরকার সূত্রে জানানো হয়েছে। এদিকে বেজিংয়ের দাবি ওই লাইন বা রেখা ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে করা হয়েছে। তবে সাম্প্রতিকতম মানচিত্রে নতুন কোনও অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, সেই বিষয়টি পরিষ্কার হয়নি। বিতর্কিত মানচিত্রে চিনের ইউ আকারের রেখা হাইনান বদ্বীপের দক্ষিণ থেকে ৯৩২ মাইল পর্যন্ত বিস্তৃত।

সেটি ভিয়েতনাম,ফিলিপাইন্স,মালয়েশিয়া, ব্রুনেই ও ইন্দোনেশিয়ার আর্থিক অঞ্চল বা ইকনোমিক জোন ছুঁয়ে গিয়েছে। দক্ষিণ চিন সাগর নিয়ে চিন,মালেয়শিয়া থেকে শুরু করে এশিয়ার বহু দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই টক্কর চলে আসছে। বাণিজ্যের সোনার খনি বলে পরিচিত দক্ষিণ চিন সাগরকে যে যারা আধিপত্য দেখানোর জায়গা হিসেবে উত্তেজনা সৃষ্টি করে চলেছে। এবার সেই দক্ষিণ চিন সাগর নিয়ে ফের নতুন করে সংঘাতের আবহ তৈরি হতে চলেছে বলে আন্তর্জাতিক মহল মনে করছে।

Most Popular