HomeWorldএই যোগ্যতাগুলি থাকলেই Google-এ চাকরি করতে পারবেন, জানালেন সুন্দর পিচাই

এই যোগ্যতাগুলি থাকলেই Google-এ চাকরি করতে পারবেন, জানালেন সুন্দর পিচাই

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: বিশ্বের নামী আন্তর্জাতিক সংস্থা গুলির মধ্যে গুগলের স্থান প্রথম দিকেই। সারা বছরই এই সংস্থায় চাকরির জন্য মুখিয়ে থাকেন প্রায় কয়েক কোটি যোগ্য প্রার্থী। এছাড়াও শিক্ষানবিশ কর্মী হিসেবে কাজের চাহিদা তো রয়েছেই। জানলে অবাক হবেন, গুগল তাদের ইন্টার্নদেরই বছরে প্রায় 80 হাজার ডলারের কাছাকাছি বেতন দিয়ে থাকে। অন্যদিকে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের বেতন কয়েক লাখ ডলার। কাজেই এহেন এক বিশ্বব্যাপী সংস্থায় কাজের ইচ্ছে রয়েছে প্রায় সকলেরই। তবে ইচ্ছে থাকলেই তো আর হয় না তার জন্য জানতে হয় কোম্পানিতে কাজের যোগ্যতা ও নিয়মাবলী। এবার সেই তথ্যই প্রকাশ্যে আনলেন গুগল সিইও সুন্দর পিচাই। 

গুগলে চাকরি করতে হলে কী কী যোগ্যতা প্রয়োজন? 

গুগলে চাকরিরত এমন অনেক ভারতীয়ই রয়েছেন যাদের ওই জায়গায় পৌঁছতে কাল ঘাম ছুটে গেছে। একাধিক পরীক্ষা, যোগ্যতা প্রমাণ ও ইন্টারভিউ কোনও কিছুই বাদ পড়েনি। তবে নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা সত্ত্বেও গুগলের বাছাই পর্ব থেকে বাদ পড়তে হয়েছে অসংখ্য প্রার্থীদের। কিন্তু কেন? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন স্বয়ং গুগল সিইও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সংস্থাটির সিইও সুন্দর পিচাই জানান, গুগল সব সময়ই সুপারস্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ার খোঁজে। তবে সে ক্ষেত্রেও বেশ কিছু শর্ত রয়েছে। সংস্থা বেশিরভাগ ক্ষেত্রেই একজন যোগ্য ব্যক্তির মধ্যে শেখার ইচ্ছা ও নতুন কিছু করে দেখানোর মানসিকতাকে গুরুত্ব দেয়। ফলত কাজে ঢুকে চ্যালেঞ্জিং বিষয়গুলির সম্মুখীন হওয়ার মানসিকতা থাকলে গুগলের পছন্দের তালিকায় নাম উঠবে। 

এদিন গুগলে চাকরির জন্য প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা প্রসঙ্গে বলতে বলতেই তিনি নিজের কর্মজীবনের কথা বলে ফেলেন। পিচাই বলেন, গুগলে তার কর্মজীবনের শুরুর দিন গুলোতে বেশিরভাগ সময়ে তিনি ক্যাফেতে কাটিয়েছেন। যদিও সেখানেও কাজ সংক্রান্ত নানান আলোচনার মধ্যে দিয়ে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করতেন তিনি। তার মতে কর্মীদের সৃজনশীল ভাবনা চিন্তা তাকে কর্মক্ষেত্রে অনেক বেশি উৎসাহিত করে। সেক্ষেত্রে গুগলে কাজ করতে হলে অনেক বেশি সহযোগিতামূলক মনোভাবও রাখতে হবে। কারণ দলগতভাবে একে অপরের সহযোগিতার মধ্যে দিয়েই সংস্থার উন্নতি হবে বলেই বিশ্বাস করেন তিনি। 

উল্লেখ্য, চলতি বছরের হিসেব অনুযায়ী বর্তমানে গুগলে প্রায় 1 লাখ 80 হাজারের বেশি কর্মচারী কাজ করছেন। তবে তাদের মধ্যে প্রতিযোগিতাও রয়েছে তুমুল। যদিও সংস্থায় কাজের সফলতা অনুযায়ী কর্মীদের শ্রেষ্ঠত্বের পুরস্কারও প্রদান করে গুগল। আশ্চর্যের বিষয়, গুগলে কাজের জন্য অফার পাওয়া 90 শতাংশ চাকরি প্রার্থীই আন্তর্জাতিক সংস্থাটিতে কাজের জন্য যোগ দেন। যেহেতু মার্কিন প্রতিষ্ঠানটিতে চাকরির জন্য তুমুল প্রতিযোগিতা রয়েছে সেক্ষেত্রে প্রার্থীদের মধ্যে এমন কোনও গুণ থাকতে হয় যা তাকে অন্যদের থেকে আলাদা করে। পাশাপাশি গুগলে চাকরি করতে হলে সংস্থাটি সম্পর্কে সার্বিক ধারণা থাকা দরকার। 

আরও পড়ুন: iPhone 16-এ 10 হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে এই সংস্থা, সুযোগ হাতছাড়া করবেন?

Most Popular