মহানগর ডেস্ক: বাঙালির খাদ্য তালিকায় মাঝে সাঝেই দেখা মেলে পুষ্টিকর সবজি কুমড়োর। এবার সেই সবজিটির বিরাট অবতার নিয়ে প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নিলেন আমেরিকার এক ব্যক্তি। প্রায় 1 হাজার 121 কেজি ওজনের কুমড়ো টি প্রতিযোগিতায় অংশ নিতেই দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমেরিকার ওই বাসিন্দা। যদিও এর আগে টানা তিনবার পামকিন ওয়ে-অফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জিতেছেন তিনি।
1 হাজার 247 কেজির কুমড়ো নিয়ে বিশ্ব রেকর্ড!
নর্দান ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে 14 অক্টোবর বসেছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার 51 তম আসর। সেখানেই 1 হাজার 121 কেজির কুমড়ো নিয়ে হাজির হন মিনেসোটার ট্রাভিস জিনজার নামক উদ্যানবিদ্যা বিষয়ক শিক্ষক। বিশালাকার সেই কুমড়ো নজর কাড়ে সকলের। সেই সঙ্গে দর্শকদের বিচারে দ্বিতীয় হয় সেই দৈত্যাকার কুমড়ো। তবে এই ঘটনাই প্রথম নয়। সূত্রের খবর, গত বছরও একটি বিরাট কুমড়ো নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন 44 বছর বয়সী জিনজার। যা গড়েছিল বিশ্ব রেকর্ড।
কুমড়োটির ওজন ছিল প্রায় 1 হাজার 247 কেজি। তবে এবারের প্রদর্শনীতে অংশ নেওয়া কুমড়োটি আগের সবজিটির থেকে প্রায় 2.7 কেজি কম ওজনের। যদিও এর কারণ প্রসঙ্গে জিনজার বলেন, গতবারের তুলনায় এবারের আবহাওয়া যথেষ্ট বেশি প্রতিকূল ছিল। নির্ধারিত সময়ের আগেই শীতের আগমন এবং একটানা বৃষ্টি সব মিলিয়ে মাটি প্রস্তুত করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাকে। যদিও সেই অবস্থার মধ্যেও দিন রাত খেটে কুমড়ো চাষ করেছেন তিনি। খারাপ আবহাওয়ার মধ্যে কোনমতে ফসল উৎপাদন করেছেন জিনজার।
উল্লেখ্য, নর্দান ক্যালিফোর্নিয়ার প্রতিযোগিতায় অংশ নিতে বিশালাকার কুমড়োটি নিয়ে প্রায় 35 ঘন্টা গাড়ি চালিয়েছেন জিনজার ও তার পরিবার। অবশেষে প্রদর্শনী আসরে পৌঁছান তারা। যদিও সেই পরিশ্রম আশানুরূপ সাফল্য দিয়েছে। বর্তমানে কুমড়োটির গন্তব্য সাউথ ক্যালিফোর্নিয়া। পরবর্তীতে হ্যালোইন অনুষ্ঠানেও কুমড়োটি জায়গা করে নেবে বলেই খবর।
আরও পড়ুন: দীপাবলির আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এই 4 জিনিস, নইলে ঘোর অমঙ্গল!