Homeঅন্য খবরঅবিশ্বাস্য ঘটনা! বিরাট এক কচ্ছপকে উদ্ধার করতে আনা হল ক্রেন, ভাইরাল ভিডিও

অবিশ্বাস্য ঘটনা! বিরাট এক কচ্ছপকে উদ্ধার করতে আনা হল ক্রেন, ভাইরাল ভিডিও

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: বিরাট এক কচ্ছপকে উদ্ধার করতে ডাকা হল ক্রেন। সচরাচর এমন ঘটনা চাক্ষুষ করার সুযোগ না থাকলেও সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন নেট দুনিয়ার বাসিন্দারা। যেখানে একটি উভচর প্রাণী তথা কচ্ছপকে তুলতে এসেছে একটি ক্রেন। তবে বিফলে যায় যন্ত্রটিও। বিশালাকার সেই কচ্ছপকে দড়ি দিয়ে বেঁধে ওপরে তুলতে গেলেই রশি ছিঁড়ে মাটিতে পড়ে যায় প্রাণীটি। যেই দৃশ্য নেট মাধ্যমে পা রাখতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। 

ভাইরাল ভিডিও 

বেশ কিছুদিন আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিও। যা বর্তমানে অধিকাংশ নেট নাগরিককে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ভাইয়ার সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশাল এক কচ্ছপকে উদ্ধার করতে ডাকা হয়েছে একটি ক্রেন। দানব আকৃতির যন্ত্রের পাশাপশি কচ্ছপটির গায়ে বাঁধা হয়েছে বেশ কয়েকটি দড়ি। উদ্দেশ্য, প্রাণীটিকে সেখান থেকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া। তবে ভেস্তে যায় সেই চেষ্টা। 

ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, কচ্ছপটিকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। কচ্ছপের সাথে বাঁধা দড়িটি গিয়ে মিশেছে ক্রেনের হুকে। ক্রেনের ড্রাইভার সিটে বসে প্রাণীটিকে অন্য কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে তাতে আশানুরূপ ফল মিলল না। চালকের চেষ্টায় মাটি থেকে কচ্ছপটি কিছুটা ওপরে উঠলেও কয়েক মুহূর্তের মধ্যে ঘটে বিপত্তি। সম্ভবত কচ্ছপের অতিরিক্ত ওজনের কারণে ক্রেনের দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যায় ওই প্রাণী। যেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন স্থানীয়রা। আর তা সমাজ মাধ্যমে আসতেই ভাইরাল হয়েছে হু হু করে। 

প্রসঙ্গত,china Randoms’ নামক একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিওটি আপলোড করার সাথে সাথেই এসেছে অসংখ্য মিশ্র প্রতিক্রিয়া। সেই সাথে লাখ লাখ ভিউও কমিয়ে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলটিতে পোস্ট হওয়া ভিডিওটির চ্যানেলের পরিচালক। যদিও ভিডিওতে কচ্ছপটির সাথে ঠিক কী করা হচ্ছিল তা নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন নেট দুনিয়ায় সময় কাটানো মানুষেরা। 

ভাইরাল ভিডিওটি কতটা সত্য তা যাচাই করেনি Mahanagar 24 ×7।

আরও পড়ুন: দীর্ঘ 44 মাসের খরা কাটিয়ে জয়ের মুখ দেখল পাকিস্তান, বিষাদের ছায়া ইংল্যান্ডে

Most Popular