মহানগর ডেস্ক: অন্যান্য দিনের মতোই দোকান খুলে মিষ্টি বিক্রি করছিলেন এক মহিলা। খোদ্দেরও আসছিল সকাল থেকেই। তবে কিছুক্ষণের মধ্যেই যে দোকানটা ভেঙে চুরমার হয়ে যাবে এ কথা কল্পনাতেও আসেনি তার। দোকানের সামনে দাঁড়িয়েছিলেন এক ক্রেতা। তাকেই চানাচুর জাতীয় কোনও এক খাবার ওজন করে দিচ্ছিলেন ওই মহিলা বিক্রেতা। এমন সময়ে হঠাৎই উদয় হল একটি লড়ি। কয়েক মুহূর্তের মধ্যে তীব্র গতিতে ছুটে আসা গাড়িটি সজোরে ধাক্কা মারলো মিষ্টির দোকানে। নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল সব। সম্প্রতি এমনই এক দৃশ্য ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যা দেখে মাথায় হাত নেট নাগরিকদের।
ভাইরাল ভিডিও
প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো যেন অভ্যাসে পরিণত হয়েছে নেটিজেনদের। নিজের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে নেট পড়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চক্কর কাটার সময়ে নজরে আসে বিভিন্ন অপ্রত্যাশিত ও অদ্ভুত সব দৃশ্য। অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে একটি ভিডিও বারবার সামনে আসছে। যেখানে দেখা যাচ্ছে, একজন মহিলা বিক্রেতাকে। অন্যান্য দিনের মতো দোকানে মিষ্টি বিক্রি করছেন তিনি। সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন খোদ্দের। তার কথা মতো মুখরোচক কোনও এক খাবার ওজন করতে যাচ্ছিলেন ওই মহিলা।
এমন সময়ে দাবানলের গতিতে ছুটে আসা একটি লড়ি প্রচন্ড জোরে সশব্দে আঘাত করে দোকানটিতে। দ্রুত গতিতে ছুটে আসা লড়ির সামনে ভেঙে চুরমার হয়ে যায় দোকানের দেওয়াল থেকে শুরু করে মিষ্টি রাখার শোকজ। তবে স্বস্তির খবর, কোনও মতে প্রাণে রক্ষা পেয়েছেন ওই মহিলা। যেই দৃশ্য সমাজ মাধ্যমে আসতেই নিন্দায় ভেসেছেন গাড়ির চালক। অন্যদিকে মহিলা বিক্রেতার জন্য দুঃখ প্রকাশ করেছেন নেট পাড়ার সিংহভাগই।
আরও পড়ুন: মাত্র 496 জন মানুষ বসবাস করেন এই দেশে! রইল বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার 10 অঞ্চলের তালিকা
প্রসঙ্গত, নেট দুনিয়ায় ভাইরাল দুর্ঘটনার ওই ভিডিও কয়েক মুহূর্তের মধ্যে প্রায় 2 কোটি মানুষের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার পাশাপশি শেয়ার করেছেন প্রায় 2 লক্ষ 20 হাজার নেটিজেন। এছাড়াও লাইক এসেছে 6 লক্ষ 34 হাজার। একই সঙ্গে, এসেছে একাধিক মিশ্র প্রতিক্রিয়াও। কাজেই সামগ্রিকভাবে বলা যায়, মিষ্টির দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে লড়িটির ঢুকে পড়ার দৃশ্য যথেষ্ট আলোচনার জায়গা তৈরি করেছে নেট মাধ্যমে।