মহানগর ডেস্ক: এক রেস্তোরাঁর কিচেনে রান্না করছে রোবট। হাতের কাছে থাকা একের পর এক রান্নার সামগ্রী কড়াইতে ঢেলে পাত্রগুলি ছুঁড়ে ছুঁড়ে ফেলছে সে। সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত ওই রোবটটিকে দেখে হুলুস্থুল পড়ে গিয়েছে অন্যান্য সেফদের মধ্যে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যা শেষ পর্যন্ত দেখার পর অবিশ্বাস কাটছে না নেট নাগরিকদের।
ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরপাক খাওয়া এক ভিডিও সম্প্রতি সামনে এসেছে নেটিজেনদের। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোনও এক বিদেশি রেস্তোরাঁর কিচেনে ঢুকে পড়েছে একটি রোবট। যদিও সে তখন সেফের ভূমিকায়। একটা একটা করে রান্নার সামগ্রী হাতে নিয়ে জলন্ত ওভেনের ওপর রাখা পাত্রে ঢালছে রোবটটি। তবে গোটা ভিডিওটিতে তার একপ্রকার অস্বাভাবিক আচরণই ধরা পড়েছে।
যা দেখে ভয়ে জড়সড় হয়ে গিয়েছিলেন কিচেনের অন্যান্য সেফেরা। তবে শেষ পর্যন্ত যন্ত্র চালিত মানবরূপী রোবটটিকে তাড়াতে ছুটে আসেন এক ব্যক্তি। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পরই পা রেখেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটির প্রেরক দাবি করেছেন দৃশ্যে দেখতে পাওয়া রোবটটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত। যদিও তা খুব একটা বিশ্বাস করছেন না নেট নাগরিকরা।
প্রসঙ্গত, AI চালিত রোবটের রান্নার দৃশ্য সমাজ মাধ্যমে আসতেই তা দাবানলের গতিতে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 4 কোটি 63 লাখ মানুষ ভিডিওটি দেখার পাশাপাশি কমেন্ট করে নিজেদের মতামত জানিয়েছেন। সেই সাথে অসংখ্য লাইকে ভেসেছে বেশ কয়েকদিনের পুরনো ভিডিওটি। পাশাপাশি 2 লাখেরও বেশি মানুষ একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন রোবটের দৃশ্যটিকে।
ভিডিওটির সত্যতা যাচাই করেন Mahanagar 24 ×7।
আরও পড়ুন: গায়ে সাবান মেখে স্নান করছে একটি ইঁদুর, না দেখলে চরম মিস