Homeঅন্য খবরবিরাট দুর্ঘটনা! চোখের নিমেষে ভেঙে পড়ল বহুতলের একটি অংশ, ভিডিও দেখে আঁতকে...

বিরাট দুর্ঘটনা! চোখের নিমেষে ভেঙে পড়ল বহুতলের একটি অংশ, ভিডিও দেখে আঁতকে উঠছেন সকলেই

- Advertisement -

মহানগর ডেস্ক: হঠাৎ বিরাট শব্দ, তারপরই নিস্তব্ধ সবকিছু। চোখের নিমিষে ভেঙে পড়ল বহুতলের একটি অংশ। পলক পড়তে না পড়তেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিল্ডিংটির লোহার ব্যারিকেট ভেঙে পড়ে রাস্তায়। আর তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল বেশ কয়েকটি গাড়ি। সেগুলির ওপরেই কার্যত দুমড়ে মুছরে পড়ল বিল্ডিংটি। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে আঁতকে উঠছেন সকলেই।

সমাজ মাধ্যমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরপাক খাওয়া দুর্ঘটনার ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে অন্যান্য দিনের মতোই চলছিল যানবাহন। তবে হঠাৎই কড়মড় শব্দে পাশে দাঁড়িয়ে থাকা বিল্ডিংটি ভেঙে পড়ার অপেক্ষা, যা দেখতে পেয়ে তড়িঘড়ি পালানোর চেষ্টা করছেন সকলে। কিছুক্ষণের মধ্যেই বহুতলের একটি অংশ ভেঙে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর ওপর পড়ে। দুর্ঘটনার কিছু মুহূর্তের মধ্যেই সেখানে ছুটে যান স্থানীয়রা। ভিডিওটি শেষ অংশে দেখা গিয়েছে একটি সাদা রঙের গাড়ির ওপর বহুতলের অংশ ভেঙে পড়ায় সেটি প্রায় চিরে চ্যাপটা হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত, প্রথম দশে আর কোন কোন দেশ?

ভয়াবহ দুর্ঘটনায় বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও গোটা ভিডিওতে কোনও আহত বা মৃত ব্যক্তির সন্ধান মেলেনি। তবে ভয়ংকর সেই দুর্ঘটনার দৃশ্য সমাজ মাধ্যমে আসতেই ভয়ে বুক কেঁপে উঠছে সকলের। ভিডিওটির জন্য সিংহভাগই ক্যামেরাম্যানকে বাহবা জানিয়েছেন। সব মিলিয়ে, বহুতল ভেঙে পড়ার দৃশ্য সমাজ মাধ্যমে পা রাখতেই তা ভাইরাল হয়েছে দাবানলের গতিতে। এছাড়াও এসেছে একাধিক মিশ্র প্রতিক্রিয়া। ভিডিওটির কমেন্ট বক্স যার অন্যতম প্রমাণ।

ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করেনি Mahanagar 24×7

Most Popular