Homeঅন্য খবরচালক ছাড়াই ছুটে চলেছে গাড়ি! ভাইরাল ভিডিও

চালক ছাড়াই ছুটে চলেছে গাড়ি! ভাইরাল ভিডিও

- Advertisement -

মহানগর ডেস্ক: চালক ছাড়াই গড়াল গাড়ির চাকা! দিব্যি সামনের দিকে এগিয়ে যাচ্ছে তিন চাকার গাড়িটি। এদিকে চালকের সিট শূন্য। সচারাচর এমন ঘটনা চাক্ষুষ করার সৌভাগ্য না হলেও সম্প্রতি এমনই এক অদ্ভুত ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওটি দেখে অনেকেই গোটা ঘটনার কারণ আঁচ করতে পেরেছেন। তবে এমন অনেকেই রয়েছেন যারা ভিডিওটি বেশ কয়েকবার দেখা সত্বেও চালকের অনুপস্থিতিতে গাড়ি কীভাবে চলছে তা বুঝে উঠতে পারেননি। 

ভাইরাল ভিডিও

সদ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সামনে আসতেই দৃষ্টি স্থির করছেন নেট নাগরিকরা। ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তার নিল রঙের একটি ইলেকট্রিক অটো রিক্সায় কিছু প্রয়োজনীয় সরঞ্জাম তুলছিলেন। এমন সময় ধাক্কা লেগে একটি বক্স গিয়ে পড়ে চলকের সিটে। এরপরই আপনা আপনি চলতে শুরু করে তিন চাকার যান। গতি বাড়িয়ে নিজে থেকে অনেকটা এগিয়ে গেলে নজর পড়ে চালকের। সেটিকে থামাতে ছুটে যান লাল রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পরিহিত ওই ব্যক্তি। যেই দৃশ্য সমাজ মাধ্যমে আসতেই নানান মন্তব্য আসছে ভিডিওটির কমেন্ট বক্সে। 

আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইয়ের পাশে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!

প্রসঙ্গত, ভাইরাল ভিডিওটি ভাল ভাবে লক্ষ্য করলে দেখা যাবে ওই ব্যক্তি যখন একের পর এক বক্স গাড়িতে সাজাচ্ছিলেন তখনই ভুলবশত একটি বক্স গিয়ে পড়ে অটো রিক্সাটির অ্যাক্সিলেটরের ওপর। ফলত নিয়ন্ত্রণ পাওয়ায় ক্রমশ সামনের দিকে ছুটতে থাকে তিন চাকাটি। যদিও পুরো ঘটনাটি ঘটেছে চালকের অসাবধানতা জন্য। যেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পা রাখতেই নানান মন্তব্যের শিকার হয়েছে। কেউ ব্যাঙ্গ করে লিখেছেন, “টেসলাকে হার মানাবে এই ইলেকট্রনিক অটো রিক্সা”। কেউ আবার লিখেছেন, “ব্যক্তি প্রথমদিন কাজে ঢুকেছেন তাই ভুল হওয়াটা স্বাভাবিক!”।

Most Popular