HomeAutoবিশ্বের প্রথম 10 বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা কোনগুলি? রইল তালিকা

বিশ্বের প্রথম 10 বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থা কোনগুলি? রইল তালিকা

- Advertisement -

বিক্রম ব্যানার্জী: বিভিন্ন অত্যাধুনিক ফিচারযুক্ত বিলাসবহুল গাড়ি গুলি নিয়ে যেমন দেশের জনগণের আগ্রহ রয়েছে ঠিক তেমনই বিশ্বের সবচেয়ে বড় ফোর হুইলার প্রস্তুতকারক সংস্থা কোন গুলি, সেই সম্পর্কেও জানতে চান সকলে। কাজেই পাঠকদের সেই চাহিদা পূরণ করতে ফোর্বস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, আজকের প্রতিবেদনে বিশ্বের প্রথম 10 গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হল।

টেসলা (Tesla)

বিশ্বের সবচেয়ে বড় এবং মূলধনের দিক থেকে এগিয়ে থাকা গাড়ি প্রস্তুতকারক সংস্থা হল টেসলা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থার মার্কেট ভ্যালু 76 হাজার 882 কোটি মার্কিন ডলার। বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় ইলন মাস্কের এই কোম্পানি সব থেকে এগিয়ে। 

টয়োটা (Toyota) 

গোটা বিশ্বে ফোর হুইলারের দুনিয়ায় অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টয়োটা। জাপানের এই গাড়ি প্রস্তুতকারক সংস্থার মার্কেট ভ্যালু প্রায় 23 হাজার 400 কোটি ডলার। 

বিল্ড ইয়োর ড্রিমস (BYD)

মূলত ইলেকট্রিক ও ব্যাটারি গাড়ি নির্মাণ কারক সংস্থা বিল্ড ইয়োর ড্রিমসের বর্তমান মার্কেট ভ্যালু 12 হাজার 174 কোটি ডলার। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা গুলির তালিকায় চিনের এই কোম্পানি তৃতীয় স্থানে রয়েছে। 

ফেরারি(Ferrari) 

বিলাসবহুল একাধিক রেসিং কার ও সুপার কার প্রস্তুতকারক সংস্থা ফেরারি বিশ্বের সবচেয়ে বড় ফোর হুইলার নির্মাণকারী সংস্থাগুলির তালিকা 4 নম্বর রয়েছে। ইতালির এই কোম্পানির বর্তমান মার্কেট ভ্যালু 8 হাজার 236 কোটি ডলার। 

শাওমি ( xiaomi)

বর্তমানে চিনের অন্যতম গাড়ি নির্মাণকারী সংস্থা হয়ে উঠেছে শাওমি। বেইজিংয়ে সদর দফতর থাকা এই সংস্থার বর্তমান মার্কেট ভ্যালু 7 হাজার 229 কোটি ডলার। বিশ্বের সবচেয়ে বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা গুলির তালিকায় এর স্থান 5 নম্বরে।

পোরশে (porsche)

জার্মানির অতি পরিচিত ফোরহূইলার প্রস্তুতকারক সংস্থা পোরশে উচ্চ ক্ষমতা সম্পন্ন ও বিলাসবহুল একাধিক রেসিং কার বানিয়ে বিশ্বের সবচেয়ে বৃহত্তম গাড়ি নির্মাণকারী সংস্থাগুলির তালিকা 6 নম্বরে ঢুকে পড়েছে। সংস্থাটির বর্তমান মার্কেট ভ্যালু 7 হাজার 19 কোটি ডলার। 

প্রসঙ্গত, উপরিউক্ত সংস্থা গুলি ছাড়াও বিশ্বের সবচেয়ে বৃহত্তম ফোর হুইলার প্রস্তুতকারক সংস্থা গুলির লিস্টে সপ্তম, অষ্টম, নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে মার্সিডিজ(Mercedes), বিএমডব্লিউ(BMW), ভক্সওয়াগন (Volkswagen) এবং আমেরিকার জেনারেল মোটরস(GM)। 

আরও পড়ুন: লঞ্চ হয়ে গেল TVS Raider 125 iGO ভেরিয়েন্ট, দাম জানলে কিনতে চাইবেন

Most Popular