HomeBreaking Newsমধ্যরাতে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, ঝুপড়ির উপর বহুতল ভেঙ্গে মৃত ২, আহত ১৫

মধ্যরাতে কলকাতায় ভয়াবহ দুর্ঘটনা, ঝুপড়ির উপর বহুতল ভেঙ্গে মৃত ২, আহত ১৫

- Advertisement -

মহানগর ডেস্ক: সোমবার মধ্যরাতে ভয়ানক বিপর্যয়। মধ্যরাত যখন সবাই গভীর নিদ্রায় মগ্ন ঠিক সেই সময়েই ঘটে গেল দুর্ঘটনা। কলকাতার গার্ডেনরিচে হঠাৎ করেই ভেঙ্গে পড়ল পাঁচতলা নির্মীয়মাণ বহুতলটি। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন।

জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে গার্ডেনিরিচের ফতেহপুর ব্যানার্জি পাড়া লেনে নির্মীয়মাণ বহুতলটি ভেঙ্গে পড়েছে। জানা যাচ্ছে যেখানে বাড়িটি ভেঙ্গে পড়েছে  তার পাশেই বেশ কিছু ঝুপড়ি রয়েছে।   ২ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।  খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয়েছে  বিপর্যয় মোকাবিলাবাহিনী, দমকলবাহিনী চলছে উদ্ধারকাজ। স্থানীয়রাও উদ্ধারে হাত লাগিয়েছেন। মধ্যরাত হওয়ার কারণে উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের।  জানা গয়েছে ১০ জনকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টালির বাড়ির উপর ভেঙে পড়েছে বহুতল।

এখনও পর্যন্ত  হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন নগরপাল বিনীত গয়াল সহ বহু পুলিশ আধিকারিক। রয়েছন গার্ডেনরিচ থানার একাধিক পুলিশ কর্তা।  ঘটনা নিয়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত ১২টার কিছু  সময় পর  কিছু বুঝে ওঠার আগেই পাশে একটি টালির বাড়ির উপর হুড়মুড়িয়ে ভেঙে বহুতল। বিকট আওয়াজ পেয়েই স্থানীয় বাসিন্দারা বাইরে বেড়িয়ে আসেন। ঘটনার ভয়াবহতা বুঝতে পেতেই উদ্ধারকাজে হাত লাগান। মধ্যরাতে ঘুমন্ত চোখের বদলে সকলের মধ্যেই আতঙ্কের ছাপ স্পষ্ট । এলাকাবাসীদের মধ্যে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।

Most Popular