মহানগর ডেস্ক: সংসদে ফিরল পুরানো স্মৃতি। আজকের দিনেই ২০০১ সালে হয়েছিল দিল্লিতে সংসদ ভবনে ভয়াবহ জঙ্গি হামলা। সেই ভয়ানক স্মৃতি ফের ফিরল আজ। সকালে লোকসভায় একটি বড় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে(Security Breach In Parliament)। আলোচনা চলাকালীন এক ব্যক্তি দর্শকদের গ্যালারি থেকে ওয়ালে লাফ দিয়ে নামে। সেই সঙ্গেই কাঁদানে গ্যাস ছোঁড়ে বলেই খবর। মুহূর্তের এই ঘটনায় লোকসভায় উপস্থিত সকলের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়।
জানা গিয়েছে, বুধবার হাউস চেম্বারে দুজন লোক ঝাঁপিয়ে পড়ার পরে লোকসভা বিশৃঙ্খলার সৃষ্টি করে । প্রাথমিক তথ্য অনুযায়ী, দুজনে গ্যাসের ক্যানিস্টার বহন করছিলেন। নিরাপত্তা লঙ্ঘনের মুহূর্ত বর্ণনা করে, একজন সংসদ সদস্য বলেছেন যে দুই ব্যক্তি কোথাও থেকে বেরিয়ে আসেন এবং তার পরেই ঘর হলুদ ধোঁয়াতে ভরে যায়। দুজনকেই আটক করে থানায় রাখা হয়েছে। পার্লামেন্টের বাইরে রঙিন ধোঁয়া নিয়ে বিক্ষোভ করতে গিয়ে দুই বিক্ষোভকারী, একজন পুরুষ ও একজন নারীকেও আটক করা হয়েছে। চারজনকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
&
#WATCH | An unidentified man jumps from the visitor’s gallery of Lok Sabha after which there was a slight commotion and the House was adjourned. pic.twitter.com/Fas1LQyaO4
— ANI (@ANI) December 13, 2023
nbsp;
উল্লেখ্য, বুধবার লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ২০০১ সালের সংসদ হামলার ঘটনা সকলকে মনে করিয়ে দিয়েছে। সাংসদে নিরাপত্তা লঙ্ঘনের পর সাংসদদের তাড়াহুড়ো করে বের করে দেওয়া হয় এবং লোকসভা স্থগিত করা হয়েছে। সংসদের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় সাংসদরা লোকসভার অভ্যন্তরে বিশৃঙ্খলা ও আতঙ্কের দৃশ্য বর্ণনা করেছেন। বিজেপি সাংসদ খরগেন মুর্মু বলেছেন, ব্যক্তি দর্শক গ্যালারি থেকে লাফ দিয়েছিলেন তিনি প্রথমে গ্যালারি থেকে ঝুলে পড়েন এবং তারপর পুরো হাউসে ঝাঁপ দেন এবং আরেকজন তাকে অনুসরণ করে গ্যালারি থেকে লাফিয়ে পড়ে। তারা তাদের জুতা থেকে কিছু টেনে বের করে এবং এটি তার পরেই সাংসদের ভিতরে রঙিন গ্যাস বের হতে থাকে। এতেই এতে তোলপাড় শুরু হয় এবং সাংসদরা দৌড়াদৌড়ি শুরু করেন