HomeBreaking Newsবঙ্গে বিড়ম্বনায় বিজেপি, প্রার্থী ঘোষণার পরেই দিনেই এই ব্যক্তি জানালেন লোকসভায় লড়বেন না

বঙ্গে বিড়ম্বনায় বিজেপি, প্রার্থী ঘোষণার পরেই দিনেই এই ব্যক্তি জানালেন লোকসভায় লড়বেন না

- Advertisement -

মহানগর ডেস্ক: শনিবার লোকসভা নির্বাচনের জন্য প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। যেখানে ১৯৫ জনের নাম ঘোষণা করা হয়েছে। যে তালিকায় রয়েছে চমকও। বঙ্গে ২০ জনের নাম ঘোষণা করা হয়েছে। সবই ঠিক ঠিক ছিল কিন্তু হঠাৎ হল ছন্দ পতন। যে বাংলায় ৪২-এ ৪২ আসন দখলের টার্গেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঁধে দিয়ে গেলেন সেখানেই এক বিজেপি প্রার্থী জানালেন তিনি লোকসভায় লড়বেন না। এমনকি সেই কথা শীর্ষ নেতৃত্বকেও জানিয়েছেন। এই খবর সামনে আস্তেই রীতিমত হুলুস্থুল ব্যাপার।

বঙ্গে ঘোষিত ২০টি আসনের মধ্যে ছিল আসানসোল। এই জায়গা থেকেই বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল অভিনেতা গায়ক পবন সিং-কে। তিনি রবিবার ঝটকা দিয়ে জানালেন তিনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি টিকিটে আসানসোল থেকে লড়াই করবেন না। টুইট করে জানিয়েছেন এই কথা। ট্যাগ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। পবং সিং তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন,  “আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।”

হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল এই নিয়েই এখন রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। জানিয়ে রাখা ভাল, বিজেপি   বর্তমান TMC সাংসদ এবং প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে বিখ্যাত ভোজপুরি গান  “ললিপপ লাগেলুর” জন্য যিনি পরিচি্ত সেই বিখ্যাত ভোজপুরি অভিনেতা এবং প্লেব্যাক গায়ক পবন সিংকে প্রার্থী করেছিল। পবন সিং বিহারের আরাহের বাসিন্দা এবং  তাঁর অসাধারণ গানের কারণে   ভক্তরা  তাঁকে ভোজপুরি শিল্পের পাওয়ার স্টার বলে ডাকে। তবে হঠাৎ করেই সি সিদ্ধান্ত বদল  বঙ্গে বিজেপির উপর প্রভাব ফেলবে তা আরও বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।

Most Popular